ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অবশেষে মুগাবের পদত্যাগ

প্রকাশিত: ০৭:৩৬, ২২ নভেম্বর ২০১৭

অবশেষে মুগাবের পদত্যাগ

জনকণ্ঠ ডেস্ক ॥ অভিশংসন প্রক্রিয়ার মধ্যে জিম্বাবুইয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে পদত্যাগ করেছেন। সেদেশের স্পীকার মঙ্গলবার এ তথ্য জানান। স্ত্রীকে ‘অন্যায়ভাবে ক্ষমতায় আনার চেষ্টা’ করেছিলেন মুগাবে। খবর বিবিসি অনলাইনের। স্পীকার জ্যাকোব মুন্ডেডা বলেন, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে মুগাবে স্বেচ্ছায় পদত্যাগের এ সিদ্ধান্ত নেন। ১৯৮০ সালে জিম্বাবুইয়ে ব্রিটিশ শাসন থেকে স্বাধীন হওয়ার পর গত ৩৭ বছর ধরে দেশটির প্রেসিডেন্ট পদে ছিলেন মুগাবে। মুগাবের পদত্যাগের খবরে পার্লামেন্টে অভিশংসন প্রক্রিয়া স্থগিত হয়, উচ্ছ্বাসে ফেটে পড়েন পার্লামেন্ট সদস্যরা। উচ্ছ্বসিত জনতা রাজপথে নেমে আসে। দলের উত্তরসূরি নিয়ে দ্বন্দ্বের মধ্যে গত সপ্তাহে সেনাবাহিনী জিম্বাবুইয়ের নিয়ন্ত্রণ নেয়, মুগাবেকে করে গৃহবন্দী। এরপর তার পদত্যাগ দাবিতে ব্যাপক বিক্ষোভ হলেও ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানিয়ে আসছিলেন ৯৩ বছর বয়সী মুগাবে। (পূববর্তী খবর পাঁচ এর পাতায়-)
×