ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রিমান্ড শেষে টিটু রায় আদালতে, কারাগারে প্রেরণ

প্রকাশিত: ০৫:৫৮, ২২ নভেম্বর ২০১৭

রিমান্ড শেষে টিটু রায় আদালতে, কারাগারে প্রেরণ

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ২১ নবেম্বর ॥ ফেসবুকে পোস্ট করার অভিযোগে গ্রেফতার টিটু রায়কে দু’দফায় ৮ দিনের রিমান্ড শেষে মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে সাদা রংয়ের মাইক্রোবাসে করে ডিবি পুলিশ কঠোর গোপনীয়তা অবলম্বন করে রংপুরের নবনির্মিত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ৪ তলায় নিয়ে যায়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে আবারও ডিবি পুলিশের কঠোর পাহারায় টিটু রায়কে আদালত থেকে বের করে একটি প্রিজন ভ্যানে অপর একটি মাইক্রোবাসের পাহারায় রংপুর কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। তবে ডিবি পুলিশের কোন কর্মকর্তাই এ ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। ডিবি পুলিশের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, টিটু রায় রংপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে জবানবন্দী প্রদান করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
×