ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সংবাদ সম্মেলনে অভিযোগ

মধ্যরাতে তালা ভেঙ্গে বাসায় লুটপাট ॥ ইলেকট্রিক শক দিয়ে রাতভর নির্যাতন করে এসআই বিনয়

প্রকাশিত: ০৫:৫৭, ২২ নভেম্বর ২০১৭

মধ্যরাতে তালা ভেঙ্গে বাসায় লুটপাট ॥ ইলেকট্রিক শক দিয়ে রাতভর নির্যাতন করে এসআই বিনয়

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেটের বিশ্বনাথে পুলিশের এক এসআইয়ের বিরুদ্ধে মধ্যরাতে তালা ভেঙ্গে বাসায় ঢুকে লুটপাট ও নির্যাতনের অভিযোগ করেছেন উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ লেবু মিয়া। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, রিমান্ডের আসামি না হলেও তাকে থানায় নিয়ে বেআইনীভাবে হাত-পায়ে ইলেকট্রিক শক দেয়াসহ রাতভর নির্যাতন চালিয়েছে এসআই বিনয় ভূষণ চক্রবর্তী। এমনকি বাসার মহিলাদের ওপর হাত তুলতেও দ্বিধাবোধ করেনি ওই পুলিশ কর্মকর্তা। লেবু মিয়া বলেন, তিনি নির্যাতনের বিচার চেয়ে উপ মহাপুলিশ পরির্দশক, অতিরিক্ত উপ মহাপুলিশ পরির্দশক ও জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। লেবু মিয়া আরও জানান, উপজেলার জগদীশপুর গ্রামের আশক আলীর ছেলে মেহেদী হাসান আফরোজের সঙ্গে তার যুক্তরাজ্য প্রবাসী নানি ইন্দ্রবান বিবির জায়গা সংক্রান্ত বিরোধ নিয়ে মামলা-মোকদ্দমা রয়েছে। তার নানি দীর্ঘদিন থেকে যুক্তরাজ্যে বসবাস করছেন। এ কারণে তার মালিকানাধীন বিশ্বনাথ টিএ্যান্ডটি রোডে অবস্থিত ইন্দ্রবান মঞ্জিল নামের বাসাটি লেবু মিয়া দেখাশোনা করেন। কয়েক মাস পূর্বে আফরোজ তাকে এবং তার দুই ভাই ও প্রবাসী নানিকে আসামি করে আদালতে মামলা দায়ের করে। মামলা চলাকালীন অবস্থায় গত ১২ নবেম্বর রাত ২টার দিকে বিশ্বনাথ থানার এসআই বিনয়ের নেতৃত্বে একদল পুলিশ ইন্দ্রবান মঞ্জিলে যায়। বাড়ির মূল গেট তালাবদ্ধ থাকায় একজন পুলিশ সদস্য লাফ দিয়ে দেয়ালের ভেতরে প্রবেশ করেন। পুলিশের চেঁচামেচি ও গেটের শব্দ পেয়ে বাসার সকলের ঘুম ভেঙ্গে যায়। এতে নারী ও শিশুরা আতঙ্কিত হয়ে পড়ে। প্রথমে ডাকাত মনে করলেও পরে জানালার ফাঁক দিয়ে দেখা যায় পুলিশ। ভেতরে প্রবেশ করে ওই পুলিশ সদস্য গেটের তালা ভেঙ্গে দিলে মামলার বাদী আফরোজসহ পুলিশ সদস্যরা বাসার ভেতরে প্রবেশ করে বসবাসরত ভাড়াটেদের বিভিন্ন কক্ষের দরজায় লাথি দিতে থাকেন। একপর্যায়ে সকল ভাড়াটেরা দরজা খুলে দিলে এসআই বিনয় পুলিশ সদস্যদের নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে লেবু মিয়াকে খুঁজতে থাকেন। ভাড়াটেরা লেবু এখানে নেই জানালে এসআই বিনয় ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় তাদের গালিগালাজ করেন। এ সময় মহিলারা আপত্তি জানালে এসআই বিনয় দু’জন মহিলার গায়ে হাতও তুলেন।
×