ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনার অধীনেই খালেদা জিয়াকে নির্বাচন করতে হবে ॥ সাভারে নৌমন্ত্রী

প্রকাশিত: ০৫:৫৬, ২২ নভেম্বর ২০১৭

শেখ হাসিনার অধীনেই খালেদা জিয়াকে নির্বাচন করতে হবে ॥ সাভারে নৌমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, সাভার, ২১ নবেম্বর ॥ নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন করতে হবে। এতে কোন সন্দেহ নেই এবং শেখ হাসিনা সরকার আবারও ক্ষমতায় আসবে। মঙ্গলবার সন্ধ্যায় তিনি ঢাকা-আরিচা মহাসড়কের সাভার মডেল থানার হেমায়েতপুর বাসস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বাস-ট্রাক শ্রমিকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালায় যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। তিনি বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে পাগলের প্রলাপ শুরু করেছেন। একেক সময় একেক কথা বলছেন। জনগণের অংশগ্রহণ ছাড়া কোন আন্দোলন সফল হয় না এবং দাবি আদায়ও করা যায় না। খালেদা জিয়া একবার বলছেন শেখ হাসিনার অধীনে নির্র্বাচনে যাবেন না, আবার বলছেন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন দেশে হতে দেয়া হবে না। উনি কোনটা বলতে চাচ্ছেন- আমার মনে হয় উনি নিজেই বিভ্রান্তিতে ভুগছেন। জনগণও তাকে চিনে ফেলেছেন। তার ডাকে আর কেউ সাড়া দেবে না। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে এবং শেখ হাসিনা নির্বাচনের ওপর কোন প্রভাব ফেলবেন না।
×