ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

‘শেখ হাসিনার নেতৃত্বেই ৭ মার্চের ভাষণের স্বীকৃতি’

প্রকাশিত: ০৫:৫৫, ২২ নভেম্বর ২০১৭

‘শেখ হাসিনার নেতৃত্বেই ৭ মার্চের ভাষণের স্বীকৃতি’

স্টাফ রিপোর্টার ॥ বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করছে। তার নেতৃত্বের ফলেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে ইউনেস্কো বিশ্ব ডকুমেন্টারি ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি আয়োজিত ‘আধুনিক প্রযুক্তির মাধ্যমে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ’ বিষয়ক প্রশিক্ষণ ও ওয়ার্কশপের উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন। জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত আন সিয়ং দু, কোইকার বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর জো হিউন গু এবং কোরিয়া কালচারাল হেরিটেজ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট লি হাইয়াং সু।
×