ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যাননি খালেদা জিয়া

প্রকাশিত: ০৫:৫০, ২২ নভেম্বর ২০১৭

সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যাননি খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার ॥ এবারও সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যাননি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। মঙ্গলবার সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তাকে এ অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হলেও তিনি গত ক’বছরের মতো এবারও যাননি। জানা যায়, এবার বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যেতে চেয়েছিলেন। এজন্য দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে তিনি সেখানে যাওয়ার জন্য প্রস্তুতিও নিয়েছিলেন। কিন্তু সেনাকুঞ্জের উদ্দেশে রওনা দেয়ার আগেই কোন এক জায়গা থেকে ফোন পেয়ে তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেন। আর এ কারণেই যেতে চেয়েও শেষ পর্যন্ত তিনি সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যাননি। উল্লেখ্য, দশম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই তিনি সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যাচ্ছেন না। এর আগে প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতা থাকা অবস্থায় তিনি প্রতিবছরই সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যেতেন। তবে অভিজ্ঞ মহল মনে করছে দাওয়াত পেয়েও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে না যাওয়া ঠিক নয়। বরং তিনি অনুষ্ঠানে গেলে ভাল হতো।
×