ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ওয়ালটন মার্শাল আর্ট শুরু আজ

প্রকাশিত: ০৫:৪৮, ২২ নভেম্বর ২০১৭

ওয়ালটন মার্শাল আর্ট শুরু আজ

স্পোর্টস রিপোর্টার ॥ আজ বুধবার থেকে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন জাতীয় মার্শাল আর্ট প্রতিযোগিতা’। চারদিনব্যাপী এই প্রতিযোগিতা শনিবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে। এ উপলক্ষে মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (হেড অব স্পোর্টস এ্যান্ড ওয়েলফেয়ার) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সাধারণ সম্পাদক হাসানউজ্জামান মনিসহ অন্যরা। সংবাদ সম্মেলনে জানানো হয় এবারের এই প্রতিযোগিতায় বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনীসহ দেশের বিভিন্ন জেলাসহ ৫৮ মার্শাল আর্ট ক্লাব ও সংস্থার মোট ১ হাজার ২৫০ জন খেলোয়াড় অংশ নেবে। এই প্রতিযোগিতায় এশিয়ান গেমসের ডিসিপ্লিন জুজিৎসু, পেনচাক সিলাত, কোরাশ, স্যাম্বোসহ কারাতে, কুংফু, ভবিনাম, খিউকুশিনকাই, আত্মরক্ষা, শক্তিমত্তা প্রদর্শনী, অস্ত্রশস্ত্র ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় যারা ভাল ফল করবে তারা ডিসেম্বরে অনুষ্ঠিতব্য শেখ কামাল স্মৃতি আন্তর্জাতিক মার্শাল আর্ট প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ পাবে। ৩০ দেশ অংশ নেবে।
×