ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সাবেক ভলিবল খেলোয়াড় মিন্টুর ইন্তেকাল

প্রকাশিত: ০৫:৪৭, ২২ নভেম্বর ২০১৭

সাবেক ভলিবল খেলোয়াড় মিন্টুর ইন্তেকাল

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাবেক কোষাধ্যক্ষ ও সদস্য এবং খ্যাতিমান ভলিবল খেলোয়াড় মুস্তাফিজুর রহমান মিন্টু (৭৬) হৃদরোগে আক্রান্ত হয়ে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার বিকেলে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ...রাজেউন)। জীবদ্দশায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, পানি উন্নয়ন বোর্ড ভলিবল ক্লাবসহ বিভিন্ন ক্লাবের ভলিবল খেলোয়াড় ছিলেন এবং ১৯৮৯-১৯৯০ সনে এশিয়ান গেমসে বাংলাদেশ জাতীয় ভলিবল দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি কর্মজীবনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক উপ-পরিচালক ছিলেন। মিন্টুর মৃত্যুতে বাংলাদেশ ভলিবল ফেডারেশন গভীর শোক প্রকাশসহ তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং মরহুমের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে। মিন্টুর মৃত্যুর সংবাদে ঢাকা ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ঢাকা মহানগরী প্রিমিয়ার বিভাগ ও প্রথম বিভাগ লীগের খেলা বন্ধ করে মাঠে অবস্থানরত সবকর্মকর্তা, খেলোয়াড় ও দর্শকবৃন্দ তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে মাগফেরাত কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
×