ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল

ঢাকা ডার্বিতে আজ মুখোমুখি আবাহনী-মোহামেডান

প্রকাশিত: ০৫:৪৫, ২২ নভেম্বর ২০১৭

ঢাকা ডার্বিতে আজ মুখোমুখি আবাহনী-মোহামেডান

রুমের খান ॥ ‘আবাহনী মোহামেডান, কেউ কাউকে নাহি ছাড়ে, সমান সমান...’ বাংলাদেশের ফুটবলের জনপ্রিয়তা আগের মতো নেই। ঢাকার মাঠে দর্শকও আসে না সেভাবে। এখন আর দল দুু’টির নাম দুটি শুনলেই ফুটবলপ্রেমীদের রক্ত টগবগ করে ফুটে ওঠে না। ওঠে না তর্কের তুফান। এই পরিস্থিতিতেই বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে চতুর্দশ রাউন্ডের খেলায় আজ বুধবার সন্ধ্যা পৌনে ৭টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দ্বৈরথে মুখোমুখি হবে দেশের এই ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব। এর আগে একই ভেন্যুতে দিনের প্রথম ম্যাচে বন্দরনগরী চট্টগ্রামের ক্লাব চট্টগ্রাম আবাহনীর মুখোমুখি হবে টিম বিজেএমসি। চলমান লীগে দুই দলের দুই রকম অবস্থা। ১৯ বারের লীগ চ্যাম্পিয়ন মোহামেডান পয়েন্ট টেবিলে আছে ১২ দলের মধ্যে মাঝমাঝি অর্থাৎ ষষ্ঠ অবস্থানে। পয়েন্ট ১৩ ম্যাচে ১৭! জিতেছে ৫, হেরেছে ৬ এবং ড্র করেছে ২ ম্যাচে। সে তুলনায় কিছুটা ভাল অবস্থানেই আছে ১৬ বারের লীগ শিরোপাধারী ঢাকা আবাহনী। ১৩ খেলায় তাদের পয়েন্ট ২৭। আছে লীগ শিরোপার রেসেই। তারা জিতেছে ৮ ম্যাচে। ড্র করেছে ৩ ম্যাচে। হেরেছে ২ ম্যাচে। পৃথিবীর সবদেশেই ক্রীড়া দর্শকদের জনপ্রিয় দল আছে। সেসব দলে থাকে তুমুল প্রতিদ্বন্দ্বিতামুখর আমেজ। আন্তর্জাতিক ফুটবলে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড-ম্যানচেস্টার সিটি, বেয়ার্ন মিউনিখ-বরুশিয়া ডর্টমুন্ড... একে অপরের চিরপ্রতিদ্বন্দ্বী। বাংলাদেশের ফুটবলে মোহামেডান-আবাহনী দ্বৈরথও একই আবহ বহন করে। দু’টি দলের খেলা মানেই সমর্থকদের মাঝে বাড়তি উন্মাদনা। তবে সময়ের পরিক্রমায় এখন আবাহনীর কাছে যেন পাত্তাই পায় না মোহামেডান! আকাশী-সাদা জার্সিধারীরা যেখানে শিরোপার জন্য খেলে, সেখানে সাদা-কালোদের লক্ষ্য রেলিগেশন এড়ানো! বর্তমান পেশাদার লীগেও আবাহনী চ্যাম্পিয়ন, সেখানে গতবার মোহামেডান লীগ শেষ করে আট নম্বরে থেকে। আর তাই বাংলাদেশ আমলে ১২ বারের লীগ চ্যাম্পিয়নরা এখন বেইজ্জতি এড়াতে পারবে না ঘুরে দাঁড়াবে, সেটাই এখন দেখার বিষয়। অন্যদিকে বর্তমান শিরোপাধারী ঢাকা আবাহনীও পয়েন্ট টেবিলে টপ থ্রিতে থাকলেও খুব একটা স্বস্তিতে নেই। কেননা সাইফের কাছে হেরে আর শেখ জামালের সঙ্গে ড্র করে চার পয়েন্ট খুইয়েছে তারা। এবারও মোহামেডানের অবস্থা শুরু থেকেই নাজুক। কোচ সৈয়দ নাইমউদ্দিনকে নিলেও দ্বিতীয় লেগে তাকে বিদায় করে দেয়া হয়েছে। আগের মৌসুমের নাইজিরিয়ান কোচ এমেকা ইউজিগোর সঙ্গেও ঝামেলা বেধেছে। এমেকা তার পাওনা বেতন না পেয়ে ফিফার কাছে নালিশ করলে ফিফা মোহামেডানকে জরিমানার পাশাপাশি বাফুফেকে মোহামেডানের তিন লীগ-পয়েন্ট কেটে নেয়ার নির্দেশ দিয়েছে। দ্বিতীয় লেগে আরামবাগ, মুক্তিযোদ্ধা এবং ব্রাদার্সকে হারিয়ে টানা তিন জয় তুলে নেয়ার পরেই আবারও ছন্দপতন ঘটে তাদের। হেরে যায় টানা দুই ম্যাচ (শেখ জামাল এবং চট্টগ্রাম আবাহনীর কাছে)। মজার ব্যাপারÑ দুই দলই সমান ১৮টি করে গোল করেছে। তবে গোল কম হজম করেছে আবাহনীই, ১০টি। আর মোহামেডান ১৭টি। বেশি গোল হজম করলেও এবং পয়েন্ট টেবিলে ছয় নম্বরে থাকলেও বিস্ময়করভাবে মোহামেডানের নাইজিরিয়ান ফরোয়ার্ড কিংসলে চিগুজিই চলতি লীগের সর্বোচ্চ গোলদাতা (৭টি)! আজ মোহামেডানের বিরুদ্ধে জয় ছাড়া কিছুই ভাবছে না মামুন মিয়ার দল। অন্যদিকে মোহামেডান চায় আবাহনীকে হারিয়ে আরেকটু ওপরে উঠতে। ম্যাচটি তাই উত্তেজনাপূর্ণ ও উপভোগ্য হওয়ার সম্ভাবনা থাকছে। সেটি হলে দর্শকরা কিছুটা হলেও সুসময়ের চিত্র উপভোগ করতে পারবেন। গত লীগে দুবারের মুখোমুখিতে দুইবারই আবাহনীর কাছে হেরেছে মোহামেডান। ২০১৬ সালের ২১ সেপ্টেম্বর প্রথমপর্বে ৩-০ গোলে বিধ্বস্ত হয় সাদা-কালোরা। এরপর একই বছরের ৬ ডিসেম্বর ২-১ গোলে জিতে আবাহনী। চলতি লীগের প্রথম মোকাবেলাতেও আবাহনী জেতে ১-০ গোলে। সার্বিকভাবে লীগের হেড টু হেডেও এগিয়ে আছে আকাশী-হলুদরা। পেশাদার লীগ চালু হবার পর এ পর্যন্ত দু’দল দল মুখোমুখি হয়েছে ২০ বার। এতে আবাহনী জিতেছে ৮ বার, মোহামেডান ৪ বার। বাকি ৮ ম্যাচ ড্র হয়। গোলের বেলাতেও এগিয়ে আবাহনী। তাদের ১৯ গোলের বিপরীতে মোহামেডান করেছে ১৩টি। সাদা-কালো শিবির লীগে সর্বশেষ চ্যাম্পিয়ন হয়েছে কবে তা বোধহয় দলটির সমর্থকরাও ভুলে বসে আছেন। দলটির শেষ লীগ শিরোপা সেই ২০০২ সালে। ২০০৯ সালে ফেডারেশন কাপ ও ২০১৩ সালে সুপার কাপের ট্রফি জেতাই হচ্ছে মোহামেডানের সর্বশেষ দুটি শিরোপা-সাফল্য। অথচ এই মোহামেডানই কিনা ১৯ বার লীগ চ্যাম্পিয়ন হয়েছে (পাকিস্তান আমলে ৭ বার, বাংলাদেশ আমলে ১২ বার)। ১৬ বারের লীগ শিরোপাধারী আবাহনী আসরের বর্তমান চ্যাম্পিয়ন। গত মৌসুমে তারা শিরোপা পুনরুদ্ধার করে।
×