ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

‘আমি শুধু বিয়েটা করে চলে আসব’

প্রকাশিত: ০৫:৪৪, ২২ নভেম্বর ২০১৭

‘আমি শুধু বিয়েটা করে চলে আসব’

স্পোর্টস রিপোর্টার ॥ দুই ইনিংস মিলে নিয়েছেন ৮ উইকেট, বল হাতে আগুন ঝরিয়ে ‘ড্র’ টেস্টের ম্যাচসেরাও ভুবনেশ্বর কুমার। অথচ শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে নেই তুখোড় এই ভারতীই পেসার। না, ইনজুরি বা অন্য কোন ক্রিকেটীয় কারণ নয়। কারণটা ক্রিকেটের চেয়েও গুরুত্বপূর্ণ। জীবনের নতুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনিংস শুরু করতে যাচ্ছেন ভুবি। বিয়ে করতে যাচ্ছেন এই ভারতীয় গতি তারকা। যদিও সেই খবরটা তিনি নিজে নয়, দিয়েছেন সতীর্থ শিখর ধাওয়ান। ইন্সটাগ্রামে ধাওয়ান লিখেছেন, ‘আমাদের আরেকজন সতীর্থ বিয়ে করতে যাচ্ছে, এই ব্যাপারে তার অনুভূতি কী চলুন তার কাছেই জানতে চাই!’ জবাবে ভুবনেশ্বর বলেছেন, ‘জাতীয় দলে খেলার মতো উচ্ছ্বাস তো হচ্ছে না। সব প্রস্তুতি পরিবারের সবাই মিলে সম্পন্ন করেছে। আমি শুধু গিয়ে বিয়েটা করে আসব।’ ২৩ নভেম্বর বৃহস্পতিবার বিয়ে ২৭ বছর বয়সী ভুবনেশ্বরের। এর পরদিন, মানে ২৪ নভেম্বর থেকে শ্রীলঙ্কার বিপক্ষে শুরু নাগপুর টেস্ট। বিয়ে করে পরদিনই রীতিমত টেস্ট খেলতে নেমে যাওয়াটা একটু বাড়াবাড়ি হয়ে যায়! ভুবনেশ্বরের সঙ্গে এই টেস্টে ভারত পাবে না ধাওয়ানকেও। স্ত্রীর অসুস্থতার কারণে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। এই দু’জনের বদলি হলেন দুই বিজয়Ñ বিজয় শঙ্কর ও মুরালি বিজয়! দুই তারকা ভুবনেশ্বর ও ধাওয়ান ব্যক্তিগত কারণে তারা খেলছেন না বলে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সূত্রে জানানো হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিসিআইয়ের পক্ষ থেকে তাদের ছেড়ে দেয়ার বিষয়টিও নিশ্চিত করা হয়েছে। ধাওয়ান দিল্লীতে অনুষ্ঠিতব্য সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে খেলবেন। ভুবির বিষয়ে বিসিসিআই নিশ্চিত নয়। তবে নিজে যেভাবে বলেছেন, ‘আমি শুধু গিয়ে বিয়েটা করে আসব’, তাতে হয়তো শেষ টেস্টেই থাকছেন তিনিও। দ্বিতীয় টেস্টের জন্য ঘোষিত ১৪ সদস্যের দলে নতুন মুখ হিসেবে ডাকা হয়েছে বোলিং অল-রাউন্ডার বিজয় শঙ্করকে। উল্লেখ্য, বৃষ্টির কারণে কলকাতা টেস্টের প্রথম দু’দিনের বেশিরভাগ খেলাই নষ্ট হয়। ভারতের ১৭২-এর জবাবে প্রথম ইনিংসে শ্রীলঙ্কা যখন ২৯৪ রান তোলে, ম্যাড়মেড়ে ড্র দেখছিল কলকাতা টেস্টে। শেষ পর্যন্ত ড্র’ই হয়, তবে ম্যাড়মেড়ে নয়। ইডেনের ম্যাচটা রীতিমতো রোমাঞ্চ জাগিয়ে শেষ হয়। যে রোমাঞ্চের পরতে পরতে ছিল ভারতীয়দের নৈপুণ্য, বিশেষ করে অধিনায়ক কোহলির (১০৪*) ধুরন্ধর ব্যাটিং। ওই ইনিংসে টেস্টে একাধিক রেকর্ড নাড়িয়ে দিয়েছেন আধুনিক ক্রিকেটের এই ‘ওয়ান্ডার বয়’। দ্বিতীয় টেস্টের ভারতীয় দল ॥ বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, মুরালি বিজয়, চেতেশ্বর পুজারা, অজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, উমেশ যাদব, ইশান্ত শর্মা ও বিজয় শঙ্কর।
×