ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খাল-বিল দখলমুক্ত দাবি

প্রকাশিত: ০৫:৩৮, ২২ নভেম্বর ২০১৭

খাল-বিল দখলমুক্ত দাবি

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২১ নবেম্বর ॥ খাল-বিল, নদী-নালা, উন্মুক্ত জলাশয় সংস্কার, সংরক্ষণ ও অবৈধ দখলদার উচ্ছেদের দাবিতে পথসভা হয়েছে। মঙ্গলবার দুপুরে নাগরিক সংগঠন জনউদ্যোগ জেলা কমিটির আয়োজনে শহরের বটতলা মোড় ও কালেক্টরেট প্রধান ফটকের সামনে ওই পথসভা অনুষ্ঠিত হয়। পরে একই দাবিতে জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এটিএম জিয়াউল ইসলাম স্মারকলিপি গ্রহণ করে বিষয়গুলো খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে আশ্বস্ত করেন। পথসভায় আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন হায়দার আলী, রফিকুল ইসলাম আধার, মনিরুল ইসলাম লিটন, শামীম হোসেন প্রমুখ। ধান মাড়াইয়ের যন্ত্র বিতরণ পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ জেলায় খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি করণ ২য় পর্যায়ের আওতায় ছয় কৃষকের মাঝে ধান কাটা ও মাড়াইয়ের যন্ত্র বিতরণ করা হয়েছে। ২০১৭-১৮ অর্থবছরের জন্য ৫০% হারে উন্নয়ন সহায়তার মাধ্যমে খাগড়াছড়ি সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষকদের মাঝে এসব যন্ত্র বিতরণ করা হয়। মঙ্গলবার সকালে সদর উপজেলা কৃষি অফিসের সামনে ৬ কৃষকের হাতে ৩টি ধান কাটার যন্ত্র ও ৩টি ধান মাড়াইয়ের যন্ত্র তুলে দেন উপজেলা চেয়ারম্যান চঞ্চুমণি চাকমা।
×