ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জরায়ুর ক্যান্সার নির্র্ণয় ও রোধে কর্মশালা

প্রকাশিত: ০৫:৩৬, ২২ নভেম্বর ২০১৭

জরায়ুর ক্যান্সার নির্র্ণয় ও রোধে কর্মশালা

সম্প্রতি ঢাকার সাভারে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় অবস্টেট্রিক্যাল এ্যান্ড গাইনোকলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের ‘ওভারিয়ান ক্যান্সার’ শীর্ষক ‘কন্টিনিউয়াস মেডিক্যাল এডুকেশন (সিএমই)’ কর্মশালা। এতে প্রধান অতিথির বক্তব্যে ডাঃ এনামুর রহমান এমপি বলেন, ‘ওভারিয়ান ক্যান্সার’ নারী মৃত্যুর নীরব ঘাতক এবং নারী মৃত্যুর প্রধান ৬টি কারণের মধ্যে অন্যতম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনাম মেডিক্যাল কলেজের প্রিন্সিপ্যাল অধ্যাপক মোঃ আমিনুল হক খান, একাডেমিক এ্যাডভাইজার অধ্যাপক ডাঃ আবদুল মান্নান সিকদার, এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আনোয়ারুল কাদের নাজিম, পরিচালক (জনসংযোগ) জাহিদুর রহমান প্রমুখ। প্রফেসর ডাঃ লায়লা আরজুমান্দ বানুর সভাপতিত্বে ও ডাঃ সুমাইয়া বারী সুমির উপস্থাপনায় অনুষ্ঠিত এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেনÑ প্রফেসর লতিফা শামসুদ্দীন, প্রফেসর পারভীন ফাতেমা, প্রফেসর সালেহা বেগম চৌধুরী, ‘ওজিএসবি’র সেক্রেটারি জেনারেল ডাঃ ফিরোজা বেগম প্রমুখ। -বিজ্ঞপ্তি সোনালী ব্যাংক অবসরপ্রাপ্ত কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত সোমবার সোনালী ব্যাংক লিমিটেডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সমিতির এক সভা সোনালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়, (৮ম তলা) মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা আবদুল জব্বার সিকদার। সভায় উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক লিমিটেডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সমিতির আহ্বায়ক এএফ মসিউর রহমান, একেএম আবদুল মতিন, সৈয়দ আনোয়ার হোসেন, ফেরদৌস সালাম মজনু, মাহবুবুল ইসলাম, আবু তাহের বকুল, ফজলুল হক ঢালী প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে সোনালী ব্যাংক লিমিটেডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সমিতির উদ্যোগে আগামী ডিসেম্বরে এক মিলনমেলা ঢাকায় অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা /পিআরএল ভোগরত কর্মকর্তাদের রেজিস্ট্রেশন করার জন্য ব্যাংক ভবনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে (৮ম তলায়) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়। -বিজ্ঞপ্তি
×