ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় দিবস আজ

প্রকাশিত: ০৫:৩৫, ২২ নভেম্বর ২০১৭

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় দিবস আজ

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় সময়ের পরিক্রমায় ১৯তম বছরে পদার্পণ করল। বুধবার বিশ্ববিদ্যালয়ের জন্মদিন। তাই আনন্দ, উৎসব ও উদ্দীপনার মধ্য দিয়ে এ দিবসটি পালনের জন্য নানা কর্মসূচী হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জানা গেছে, তৎকালীন প্রধানমন্ত্রী এবং ইপসার চ্যান্সেলর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ১৯৯৭ সালে ইপসার দ্বিতীয় সমাবর্তনে ইপসাকে পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় ঘোষণা দেন। কৃষিতে উচ্চ শিক্ষার প্রসার এবং কৃষির সঙ্গে সম্পর্কযুক্ত আনুসাঙ্গিক শিক্ষাদান, গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন এবং হস্তান্তরের উদ্দেশে ইপসাকে পুনর্গঠন করে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়’ নামে ১৯৯৮ সালের ২২ নবেম্বর থেকে যাত্রা শুরু করে।
×