ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এরশাদকে চ্যালেঞ্জ করে মেয়র পদে ভাতিজার মনোনয়নপত্র জমা

প্রকাশিত: ০৫:৩৩, ২২ নভেম্বর ২০১৭

এরশাদকে চ্যালেঞ্জ করে মেয়র পদে ভাতিজার মনোনয়নপত্র জমা

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ২১ নবেম্বর ॥ রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনে জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন তার আপন ভাতিজা সাবেক এমপি হুসেইন মকবুল শাহরিয়ার আসিফ। মঙ্গলবার দুপুরে শুভাকাক্সক্ষীদের সঙ্গে নিয়ে আসিফ শাহরিয়ার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকারের কাছে তার মনোনয়নপত্র দাখিল করেন। দলীয় পরিচয়ে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবেই রসিক নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানালেন শাহরিয়ার আসিফ। আসিফের সমর্থক একাধিক নেতা জানিয়েছেন, আসিফ শাহরিয়ার মূলত তার চাচা এরশাদকে চ্যালেঞ্জ করেই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রসিক মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করলেন। এই মনোনয়নপত্র দাখিল করা নিয়ে জাপা নেতাকর্মীদের মধ্যে হতাশা আর গুঞ্জনের সৃষ্টি হয়েছে। এর ফলে জাপায় গৃহদাহের বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। এদিকে, গত শনিবার দুপুরে জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রেস ও পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় স্বাক্ষরিত এক বার্তায় বলা হয়েছে, এবারের রসিক নির্বাচনে লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য পার্টির চেয়ারম্যানের পক্ষ থেকে মোস্তাফিজুর রহমান মোস্তফাকে মনোনয়ন দেয়া হয়েছে। বার্তায় আরও বলা হয়, আসিফ শাহারিয়ার যদি পার্টির চেয়ারম্যানের সিদ্ধান্ত অমান্য করে রসিক নির্বাচনে প্রার্থী হন কিংবা তার প্রার্থিতা প্রত্যাহার না করেন, তাহলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে জাতীয় পার্টির প্রাথমিক সদস্য পদসহ সব পদ-পদবি থেকে বহিষ্কার করা হবে। অন্যদিকে, জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তফা সোমবার দুপুর সোয়া ১২টায় রংপুরের নির্বাচন কার্যালয়ে পৃথকভাবে মনোনয়ন পত্র দাখিল করেছেন। এ সময় সকাল থেকে অপেক্ষমাণ নেতাকর্মীরা আগে থেকেই দলীয় মনোনয়ন পাওয়া এই প্রার্থীকে স্বাগত জানান। পরে তিনি দলের ৫ নেতাকে সঙ্গে নিয়ে রিটার্নিং অফিসার সুভাষ চন্দ্র সরকারে কাছে মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সঙ্গে ছিলেন মহানগর জাপার সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, জাপা নেতা আব্দুর রাজ্জাক, যুবসংহতি নেতা নাজিমুজ্জামান নাজিম ও জাপা নেত্রী দিলারা বেগম।
×