ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টু ক রো - খ ব র

প্রকাশিত: ০৫:৩২, ২২ নভেম্বর ২০১৭

টু ক রো - খ ব র

জেলেদের ওপর হামলা ॥ আহত ১০ নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ২১ নবেম্বর ॥ রামগতির মেঘনায় মাছ ধরাকে কেন্দ্র করে ভোলার জেলেরা স্থানীয় জেলেদের ওপর হামলা করে ১০ জনকে আহত করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে মেঘনা নদীর চর আবদুল্লাহ এলাকায় এ ঘটনা ঘটে। আহত জেলেদের মধ্যে রয়েছেন বশির, নুরনবী, মিজান, আবু ছায়েদ, সাত্তার, আব্বাস, ফারুক বাবুলসহ ১০ জন। এদের মধ্যে গুরুতর আহত নুরনবী, বশির ও মিজানকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। আহত জেলেরা জানান, রাতে মেঘান নদীর রামগতি সিমানা চর আবদুল্লাহ এলাকায় মাছ ধরতে নদীতে জাল ফেলেন। এ সময় ভোলার জেলেরা আমাদের জালের ওপর কারেন্ট জালের ফাঁদ পাতার চেষ্টা করে। এতে বাধা দিলে ভোলার কয়েক নৌকার জেলে সংঘবদ্ধ হয়ে আমাদের ওপর হামলা চালায়। এ সময় ছিনিয়ে নেয় মোবাইল ও নগদ টাকা। অস্ত্রসহ যুবদল নেতা গ্রেফতার স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পুঠিয়ায় আরিফুল ইসলাম নামের এক যুবদল নেতাকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে পুঠিয়া উপজেলার জয়পুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে আদলতে প্রেরণ করা হয়েছে। আরিফুল ইসলাম কাটাখালি পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক এবং কাটাখালি পৌরসভার মেয়র আব্বাস আলীর ভাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক একেএম শফিউল ইসলাম লিলন হত্যাসহ তার বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে। পুলিশ বলেন, সোমবার সন্ধ্যায় শীর্ষ সন্ত্রাসী আরিফুলকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ পুঠিয়ার জয়পুর বাজার থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। বিচারবিষয়ক কর্মশালা নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ২১ নবেম্বর ॥ গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানসমূহের ভূমিকায় দিনব্যাপী শীর্ষক কর্মশালা সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে ও মাদারীপুর লিগাল এইডের সহযোগিতায় স্থানীয় অফির্সাস ক্লাবে ইউএনও শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী নাসরিন, জেলা ফ্যাসালিটর ফয়সাল মোস্তাফিজ, জেলা গ্রাম আদালত সমন্বয়কারী মসিউর রহমান পারভেজ, উপজেলা সমন্বয়কারী লুৎফর রহমান প্রমুখ। মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ২১ নবেম্বর ॥ পীরগঞ্জ উপজেলার ১২টি মাধ্যমিক বিদ্যালয়ের ৯৬ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় পৌর অডিটোরিয়ামে মোবারক আলী চ্যারিটেবল ট্রাস্টের অর্থায়নে শিক্ষার্থীদের মোট ১ লাখ ১৫ হাজার ২ শত টাকা বৃত্তি প্রদান করেন। ট্রাস্টের সভাপতি সাবেক সিভিল সার্জন ডাঃ এএম কামাল উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন- উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা নির্বাহী অফিসার এ.ডব্লিউ.এম. রায়হান শাহ্, ডাঃ মনির উদ্দীন, ইমদাদুর রহমান, পৌর মেয়র কশিরুল আলম।
×