ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাতারগুলে ১৩১ একর জায়গা উদ্ধার

প্রকাশিত: ০৫:৩১, ২২ নভেম্বর ২০১৭

রাতারগুলে ১৩১ একর জায়গা উদ্ধার

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ দেশের একমাত্র সোয়াম্প ফরেস্ট রাতারগুলের বেদখল হয়ে যাওয়া ১৩১ একর জায়গা উদ্ধার করা হয়েছে। সম্প্রতি রাতারগুল বনের পূর্ব মহেষখেড় মৌজার এই জায়গা উদ্ধার করে বন বিভাগের কর্মকর্তা ও পুলিশের উপস্থিতিতে সীমানা চিহ্নিত করা হয়। জেলা বন বিভাগের সারী রেঞ্জের রেঞ্জার সাদ উদ্দিন আহমদ জানান, কয়েক দশক থেকে বনের বহিরাংশের পূর্ব মহেষখেড় মৌজায় বন বিভাগের ১৩১ একর জমি স্থানীয়রা ভোগ করে আসছিলেন। সিলেট বিভাগীয় বন কর্মকর্তা স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বেদখল হওয়া এই জমি উদ্ধার করেন। রেঞ্জার সাদ আরও জানান, স্থানীয় গ্রামবাসীর সঙ্গে সমঝোতার ভিত্তিতে বন বিভাগের বেদখল হয়ে যাওয়া জমি উদ্ধার করা হয়েছে। ওই জমিতে সীমানা প্রাচীর চিহ্নিতকরণের পাশাপাশি বৃক্ষরোপণের মাধ্যমে বনায়ন কর্মসূচী শুরু করা হয়। ইস্ট ওয়েস্ট ভার্সিটিতেআলোচনা সভা ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইন বিভাগ ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধের চেতনা ও সংবিধান’ বিষয়ক এক আলোচনা সভার আয়োজন করে। সোমবার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, আফতাবনগর, ঢাকায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এমপি। সভায় বিশেষ অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমএম শহিদুল হাসান, ধারণাপত্র উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. তুরিন আফরোজ এবং সভাপতিত্ব করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম ফকরুল আলম। -বিজ্ঞপ্তি
×