ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জনসংযোগে ব্যস্ত সম্ভাব্য প্রার্থীরা

প্রকাশিত: ০৫:৩০, ২২ নভেম্বর ২০১৭

জনসংযোগে ব্যস্ত সম্ভাব্য প্রার্থীরা

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ দীর্ঘ ১৭ বছর পর আগামী ২৮ ডিসেম্বর প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বোদা পৌরসভার নির্বাচন। ইতোমধ্যে তফসিল ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে জমে উঠেছে বোদা পৌরসভার সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী প্রচার। জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, আগামী ২৭ নবেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী মেয়র, মহিলা কাউন্সিলর ও কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র যাচাইবাছাই আগামী ২৮ ও ২৯ নবেম্বর, প্রার্থিতা প্রত্যাহার আগামী ৬ ডিসেম্বর আর নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ ডিসেম্বর। ইতোমধ্যে ৯টি ওয়ার্ডের ভোট কেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। বোদা পৌরসভায় ভোটার সংখ্যা ১৩ হাজার ২০৭। এর মধ্যে পুরুষ ৬ হাজার ৫০৫ ও মহিলা ৬ হাজার ৭০২। জানা গেছে, ২০০১ সালে বোদা উপজেলা সদরকে পৌরসভায় উন্নীত করা হয়। পার্শবর্তী আটোয়ারী উপজেলার সাতখামার ও কুরুলিয়া দুইটি মৌজাকে বোদা পৌরসভার আওতাভুক্ত করা হয়। পৌরসভা গঠনের পর নির্বাচন কমিশন দুই বার নির্বাচনী তফসিল ঘোষণা করে। কিন্তু সীমানা সংক্রান্ত জটিলতা ও মামলার কারণে আদালতের আদেশে নির্বাচন স্থগিত হয়। পৌরসভা গঠনের পর থেকেই পৌর প্রশাসক দিয়ে পৌরসভা পরিচালিত হয়ে আসছে। উপজেলা নির্বাহী অফিসার পৌর প্রশাসকের দায়িত্ব আর বোদা সদর ইউনিয়নের ৩ ইউপি সদস্য দীর্ঘ ১৭ বছর যাবত বোদা পৌরসভার কাউন্সিলরের দায়িত্ব পালন করে আসছেন। এদিকে নির্বাচনী তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে জমে উঠেছে বোদা পৌরসভার সম্ভাব্য প্রার্থীদের আনাগোনা।দলে ও দলের বাইরে প্রার্থী মনোনয়নে চলছে লবিং-গ্রুপিং। কেউ কেউ শুরু করে দিয়েছেন প্রচার। ওয়ার্ডে ওয়ার্ডে মোড়ল মুরব্বি এবং কর্মী সংগ্রহ, দলীয় নেতাকর্মীদের সমর্থন আর ভোটারদের মন জয় করতে প্রার্থীরা ছুটছেন বাড়ি বাড়ি। হোটেল, রেস্টুরেন্ট, চায়ের দোকান, আড্ডাখানাসহ প্রতিটি মহল্লায় বিরাজ করছে নির্বাচনী আমেজ। ভোটারদের মাঝেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। ভোটাররা প্রথমবার মেয়র পদে এলাকার উন্নয়নে পারদর্শী, সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে চান। প্রতীকের পাশাপাশি প্রার্থীর ব্যক্তিগত যোগ্যতাকে বেশি গুরুত্ব দিচ্ছেন ভোটাররা। মেয়র, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদের সম্ভাব্য প্রার্থীরা দলীয় মনোনয়ন পেতে গ্রুপিং-লবিংসহ প্রচারে মাঠে নেমেছেন। এখন থেকেই ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নিজের প্রার্থিতা প্রচার করে ভোট ও দোয়া প্রার্থনা করছেন। নিচ্ছেন মুরব্বিদের কাছে দোয়া। দিচ্ছেন নানা উন্নয়ন ও সেবামূলক কর্মকান্ডের আশ্বাস। বকশীগঞ্জ পৌরসভা নিজস্ব সংবাদদাতা জামালপুর থেকে জানান, জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নবগঠিত বকশীগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচন ২৮ ডিসেম্বর। নির্বাচনে জয়ী হতে নিজেদের মতো করে মাঠ গোছাচ্ছেন আওয়ামী লীগ ও বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থীরা। বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে। মেয়র পদে বিএনপির একক প্রার্থী ঘোষণা করা হলেও আওয়ামী লীগের একাধিক সম্ভাব্য মেয়র প্রার্থীরা দলীয় মনোনয়ন পেতে জেলা ও কেন্দ্রীয় নেতাদের কাছে জোর লবিং চালিয়ে যাচ্ছেন। এ নির্বাচনে কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে বিপুলসংখ্যক সম্ভাব্য প্রার্থী জোর প্রচার চালাচ্ছেন। জানা গেছে, ২০১৩ সালে বকশীগঞ্জ পৌরসভা গঠন করা হলেও প্রশাসনিক জটিলতার কারণে এতদিন নির্বাচন হয়নি। জেলা নির্বাচন অফিস থেকে ইতোমধ্যে ২৮ ডিসেম্বর ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে এ পৌরসভার তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ২৭ নবেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, ২৮ ও ২৯ নবেম্বর বাছাই ও ৬ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের দিন ধার্য করা হয়েছে। প্রথমবারের মতো এই নির্বাচনে নয়টি ওয়ার্ডের ১১টি কেন্দ্রে ৩০ হাজার ৫৯৮ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে মাঠে নেমেছেন। এ নির্বাচনে মেয়র পদে মূলত ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর মধ্যেই তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে। বিএনপি থেকে মেয়র পদে ইতোমধ্যে উপজেলা বিএনপির আহবায়ক ফকরুজ্জামান মতিনকে দলীয় একক প্রার্থী ঘোষণা করে তাকে নিয়ে জনসংযোগ করছে নেতা-কর্মী ও সমর্থকরা। অন্যদিকে নির্বাচনের সময় ঘনিয়ে এলেও বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় মেয়র প্রার্থী কে হচ্ছেন তা এখনও ঘোষণা দেয়া হয়নি। এ নিয়ে চলছে নানান জল্পনাকল্পনা। উপজেলা আওয়ামী লীগের কয়েক নেতা মেয়র পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে দলীয় সমর্থন আদায়ের জন্য দিন-রাত আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থক এবং সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে জনসংযোগ করছেন।ইতোমধ্যে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ছয়জন। জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা হলেন- বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইসমাইল হোসেন তালুকদার বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, পৌর যুবলীগের আহবায়ক নজরুল ইসলাম সওদাগর, উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি শাহীনা বেগম, উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক ও ছাত্রলীগের সাবেক ভিপি আনোয়ার হোসেন তালুকদার বাহাদুর ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ এম নুরুজ্জামান।
×