ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

২৪ হাজার স্বয়ংক্রিয় গাড়ি কিনছে উবার!

প্রকাশিত: ০৫:২২, ২২ নভেম্বর ২০১৭

২৪ হাজার স্বয়ংক্রিয় গাড়ি কিনছে উবার!

জনপ্রিয় এ্যাপভিত্তিক গাড়ি সেবাদাতা প্রতিষ্ঠান উবার স্বয়ংক্রিয় গাড়ি কিনতে যাচ্ছে। ইতোমধ্যে সুইডেনের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভলভোর সঙ্গে চুক্তি করছে প্রতিষ্ঠানটি। ভলভোর কাছ থেকে ২৪ হাজার স্বয়ংক্রিয় গাড়ি কেনার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে এ্যাপভিত্তিক গাড়ি সেবা দেয়ার পাশাপাশি নিজস্ব গাড়ি সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবেও কাজ করবে উবার। ভলভো কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, চুক্তি অনুসারে তারা ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে স্বয়ংক্রিয় প্রযুক্তি সুবিধার ফ্ল্যাগশিপ এক্সসি ৯০ এসইউভি সরবরাহ করবে। তারা মোট ২৪ হাজার গাড়ি সরবরাহ করবে। উবারের এ্যাডভান্সড টেকনোলজিস গ্রুপের অধীনে ওই প্রযুক্তি তৈরি হচ্ছে। এতে যে স্বয়ংক্রিয় গাড়ি চালানোর প্রযুক্তি ব্যবহার করা হবে তা এখনও তৈরি হয়নি বলেও জানায় ভলভো। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্বয়ংক্রিয় গাড়ির ক্ষেত্রে নিজস্ব বিভাগ তৈরি করেছে উবার। ওই বিভাগের তৈরি সফটওয়্যার ভলভোর গাড়ির সঙ্গে যুক্ত থাকবে। -অর্থনৈতিক রিপোর্টার
×