ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাউবি ও সোনালী ব্যাংকের সমঝোতা চুক্তি

প্রকাশিত: ০৫:২১, ২২ নভেম্বর ২০১৭

বাউবি ও সোনালী ব্যাংকের সমঝোতা চুক্তি

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ও সোনালী ব্যাংক লিমিটেডের সমঝোতার স্মারক চুক্তি স্বাক্ষর হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিশ-১ প্রোগ্রামের শিক্ষার্থীদের সোনালি সেবা সফ্টওয়্যারের মাধ্যমে শিক্ষা সেবা প্রদানের লক্ষ্যে গাজীপুরের বোর্ডবাজারে বাউবির মূল ক্যাম্পাসে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার অধ্যাপক ড. আশফাক হোসেন ও সোনালী ব্যাংকের ইনফরমেশন ডিভিশন-২ এর ডেপুটি জেনারেল ম্যানেজার এএসএম পান্না মিয়া এ চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার, পরিচালকবৃন্দ এবং সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ শওকত ইসলাম উপস্থিত ছিলেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সঞ্চালন করেন তথ্য ও গণসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোঃ আবুল কাসেম শিকদার।
×