ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নাহি এ্যালুমিনিয়ামের ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ০৫:১৯, ২২ নভেম্বর ২০১৭

নাহি এ্যালুমিনিয়ামের ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নাহি এ্যালুমিনিয়াম লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ বোনাস ও ৫ শতাংশ নগদ লভ্যাংশ। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এ সময় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫৬ পয়সা। একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৫ টাকা ৩৪ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ ডিসেম্বর। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ ডিসেম্বর। কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হলেও এখনও লেনদেন শুরু হয়নি। প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) লটারিতে বরাদ্দ পাওয়া শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে এ শেয়ার জমা করেছে কোম্পানিটি। সূত্র জানায়, গত ১৬ নবেম্বর কোম্পানিটির শেয়ার বিও হিসাবে জমা হয়েছে। এখন কোম্পানিটির আবেদনের ভিত্তিতে স্টক এক্সচেঞ্জ লেনদেনের তারিখ চূড়ান্ত করবে। এর আগে নাহি এ্যালুমিনিয়াম গত ২৩ অক্টোবর লটারির ড্র অনুষ্ঠান সম্পন্ন করে। গত ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত কোম্পানিটির আইপিও আবেদন জমা নেয়া হয়। মূলত ব্যবসা সম্প্রসারণ করতে পুঁজিবাজারে আসছে প্রতিষ্ঠানটি।
×