ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টি ইসলাম তারিক

নতুন চ্যালেঞ্জ রক্সির

প্রকাশিত: ০৫:১৮, ২২ নভেম্বর ২০১৭

নতুন চ্যালেঞ্জ রক্সির

মাহবুব হোসেন রক্সি খেলোয়াড়ি জীবনে মাঠ কাঁপিয়েছেন বল পায়ে। খেলা ছাড়ার পর ডাগআউটেও কম যাচ্ছেন না। ইতোমধ্যে বাংলাদেশ যুব দলের কোচ হিসেবে ঈর্ষণীয় সাফল্য পেয়েছেন। সদ্য পেশাদার লীগের বড় দল শেখ জামাল ধানম-ি ক্লাবের কোচের দায়িত্ব পেয়েছেন। এখানেও শুরুটা জ্বলজ্বলে হয়েছে ৪৭ বছর বয়সী রক্সির। নতুন চ্যালেঞ্জ গ্রহণ করে শিরোপা জয়ের লক্ষ্যের কথা জানিয়েছেন সাবেক এই ফুটবলার। গত ১৮ থেকে ২৭ সেপ্টেম্বর ভুটানে অনুষ্ঠিত সাফ অনুর্ধ-১৮ চ্যাম্পিয়নশিপে রানার্সআপ এবং সম্প্রতি তাজিকিস্তানে অনুষ্ঠিত (৩১ অক্টোবর-৮ নবেম্বর) এএফসি অনুর্ধ-১৯ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বে ‘বি’ গ্রুপে পাঁচ দলের মধ্যে তৃতীয় হয় বাংলাদেশ। দুটি আসরেই বাংলাদেশের যুবাদের দুর্দান্ত পারফর্মেন্স নজর কাড়ে সবার। দলের এই অভাবনীয় নৈপুণ্যর নেপথ্য রূপকার ছিলেন দলটির কোচ রক্সি। তাঁর কোচিংয়ের ধরন মুগ্ধ করে ফুটবলপ্রেমী ও ফুটবলবোদ্ধাদের। দারূণ প্রশংসিত হন। তাঁর কোচিংয়ে সবচেয়ে বেশি মুগ্ধ হয়েছে শেখ জামাল। যে কারণে তারা জোসেফ আফুসি চলে যাওয়ার পর রক্সিকে হট চেয়ারে বসিয়ে দিয়েছেন। খেলোয়াড়ি জীবনে ফুটবলার হিসেবে বেশ সফল ছিলেন। খেলা ছাড়ার পর কোচ হিসেবে আত্মপ্রকাশ করে সেখানেও রেখে চলেছেন প্রত্যয়ের ছাপ। তবে এতদিন তিনি ডাগআউটে ছিলেন তুলনামূলক ছোট দলের। গত ১৬ নবেম্বর অনেকটা আচমকাই কোচের দায়িত্ব পেয়েছেন বড় ক্লাব শেখ জামাল ধানম-ির। নতুন ক্লাবের হয়ে শুরুটাও প্রত্যাশামতো হয়েছে। পেশাদার লীগে কোচ হিসেবে দায়িত্ব নেয়ার পর ১৯ নবেম্বর প্রথমবারের মতো শেখ জামালের ডাগআউটে দাঁড়ান রক্সি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তাঁর অভিষেক ম্যাচেই দারুণ জয় পায় অভিজাত পাড়ার দলটি। অর্থাৎ রক্সির অভিষেক ম্যাচে শেখ জামাল ৩-০ গোলে হারায় টিম বিজেএমসিকে। আচমকা নাইজিরিয়ার জোসেফ আফুসি চলে যাওয়ায় রক্সিকে কোচের দায়িত্ব দিয়েছে শেখ জামাল। আর শুরুর ম্যাচেই তিনি মুন্সিয়ানা দেখিয়েছেন। পেশাদার লীগে কোচ হিসেবে নিজের অভিষেক ম্যাচেই দলকে পাইয়ে দিয়েছেন দারুণ জয়। সঙ্গতাকারণেই বেজায় খুশি জামালের নয়া কোচ। প্রতিক্রিয়া জানাতে গিয়ে মাহবুব হোসেন রক্সি বলেন, আমি খুব খুশি। এজন্য খেলোয়াড়দের আমি অভিনন্দন ও ধন্যবাদ জানাই। ভাল কিছু করার প্রত্যয়ের কথা জানিয়ে তিনি বলেন, ক্লাব আমার উপর আস্থা রেখেই দায়িত্ব দিয়েছে। আমি সেটার প্রতিদান দেয়ার চেষ্টা করব। আমরা এখন দ্বিতীয় স্থানে আছি। চট্টগ্রাম আবাহনী দুই পয়েন্ট এগিয়ে আমাদের চেয়ে। সামনের ম্যাচ তাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। লীগের মাঝপথে ফর্মেশনে পরিবর্তন না এনে সাবেক কোচ আফুসির দেখানো পথেই হাটতে চান রক্সি। এ প্রসঙ্গে তিনি বলেন, লীগের অর্ধেক পেরিয়ে গেছে। এখন পরিবর্তন করার সুযোগ নেই। যেভাবে আছে সেভাবেই আমরা শিরোপার পথে হাঁটতে চাই। এর আগে জামালের কোচ হিসেবে দায়িত্ব পাওয়ার পর রক্সি বলেন, এএফসি-এ লাইসেন্সধারী কোচ আমি। ১২ বছর কাজ করছি কোচ হিসেবে। অনেকদিন পর দুটো এ্যাসাইনমেন্ট ভাল কাজ করেছি অনুর্ধ-১৯ দল নিয়ে। এজন্য বাফুফে সভাপতি সালাউদ্দিন ভাইকে ধন্যবাদ, তিনি আমার ওপর ভরসা রেখেছেন। সেই পারফর্মেন্সের কারণে কাদের ভাই আমাকে নতুন চ্যালেঞ্জ তুলে দিয়েছেন হাতে। আমি রোমাঞ্চিত। ক্লাব ফুটবল ভিন্ন জায়গা, এখানে কাজ করার অনেক সুযোগ আছে, সময় পাওয়া যায়। নাইজেরিয়ান আফুসি চলে যাওয়ার একদিনের মধ্যেই নতুন কোচ হিসেবে রক্সিকে নিয়োগ দেয় শেখ জামাল ধানম-ি। বাফুফের বেতনভুক্ত কোচ হওয়ায় আপাতত স্বল্প সময়ের জন্য নিয়োগ দেয়া হয়েছে তাকে। বাফুফের কাছ থেকে ইতোমধ্যেই গ্রিন সিগনাল (অনাপত্তিপত্র) পেয়ে গেছেন তিনি। আরামবাগের হয়ে ফুটবল ক্যারিয়ার শুরু রক্সির। ১৯৯৮ সাল পর্যন্ত টানা ৯ বছর খেলেছেন মোহামেডানে। ২০০৩ বাড্ডা জাগরণী দিয়ে কোচিং ক্যারিয়ার শুরু। ২০০৪ সালে বাড্ডাকে চ্যাম্পিয়ন করিয়ে প্রথম বিভাগে তোলেন। জাতীয় দলেও বেশ কয়েকবার সহকারী কোচের দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে তার। সর্বশেষ কোচ ছিলেন গত মৌসুমে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ ফুটবল লীগে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের। অবশ্য ইতিহাস জানান দিচ্ছে, জামালের আগের কোচদের বিদায়ও সুখকর হয়নি। সার্বিয়ান জোরান ক্রালিয়েভিচ দলের প্রথম কোচ ছিলেন। এরপর শ্রীলঙ্কার পাকির আলীর পর স্থানীয় কোচ সাইফুল বারী টিটু ও মোহাম্মদ ইউসুফ দায়িত্ব পালন করেন। মারুফুল হকও স্বস্তিতে ছিলেন না। খন্দকার ওয়াসিম ইকবাল ছিলেন খন্ড-কালীন কোচ। শেষেরজন ছাড়া কারুরই বিদায় সুখকর হয়নি। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত জামালে রক্সি-অধ্যায়টা কেমন হয়।
×