ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নতুন আরও এসেছে ৬ শতাধিক ॥ এইডস আক্রান্তের সংখ্যা বাড়ছে

নাগরিকত্বসহ নানা দাবি নিয়ে সংগঠিত হচ্ছে রোহিঙ্গারা

প্রকাশিত: ০৫:১৫, ২২ নভেম্বর ২০১৭

নাগরিকত্বসহ নানা দাবি নিয়ে সংগঠিত হচ্ছে রোহিঙ্গারা

মোয়াজ্জেমুল হক/এইচএম এরশাদ ॥ মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা সংগঠিত হচ্ছে। সংগঠিত করার জন্য রোহিঙ্গাদেরই কয়েকটি গ্রুপ তৎপর রয়েছে। প্রত্যাবাসন বিষয়ে ২০ দফা দাবি সম্বলিত ইংরেজী ও বাংলায় ছাপা লিফলেট উদ্ধার করেছে উখিয়া পুলিশ। অপরদিকে, প্রত্যাবাসন বিষয়ে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় আলোচনা শুরু হচ্ছে বলে মঙ্গলবার সমাপ্ত আসেম সম্মেলন শেষে ইঙ্গিত মিলেছে। কিন্তু প্রশ্ন উঠেছে, রোহিঙ্গাদের প্রত্যাবাসন বিষয়ে শেষ পর্যন্ত সমঝোতায় পৌঁছানো যাবে কিনা। কেননা, মিয়ানমার ইতোমধ্যেই প্রত্যাবাসন প্রশ্নে চারটি শর্ত আরোপ করেছে। বিপরীতে রোহিঙ্গারা তাদের নাগরিকত্বের বিষয়টি নিশ্চিত করাসহ নানা দাবি নিয়ে সংগঠিত হচ্ছে। এছাড়া রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনী ও মগ সন্ত্রাসীদের ফাঁকা গুলিবর্ষণ, নানামুখী ভয়ভীতি প্রদর্শন ও নির্যাতন এখনও অব্যাহত রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে রাখাইন থেকে রোহিঙ্গাদের অবৈধ অনুপ্রবেশ এখনও থেমে নেই। মঙ্গলবার আরও ৬ শতাধিক রোহিঙ্গা নারী পুরুষ টেকনাফের তিনটি সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। ভোরে নৌকাযোগে এসব রোহিঙ্গা টেকনাফের গুইজ্যাছড়ি, লম্বরি ও শাহপরীর দ্বীপ সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করে বিভিন্ন স্থানে ছড়িয়ে গেছে বলে স্থানীয়দের সূত্রে জানানো হয়েছে। অপরদিকে, আগত রোহিঙ্গাদের মধ্যে এইডস রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ৭৮ এ উন্নীত হয়েছে। অপরদিকে, মঙ্গলবার এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে ১শ’ পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। যে প্রতিবেদনে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধন চালানোর অভিযোগ তুলে ধরা হয়েছে। এদিকে, গত ২৫ আগস্টের রাত থেকে রাখাইন রাজ্যে সামরিক অভিযান শুরুর পর বাংলাদেশে আগত রোহিঙ্গার সংখ্যা ৮ লাখ ছাড়িয়ে গেছে, যার মধ্যে ৬ লাখ রোহিঙ্গাকে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধনে আনা হয়েছে। রোহিঙ্গা অনুপ্রবেশ কোনভাবেই থামছে না ॥ গত ২৫ আগস্ট থেকে শুরু হওয়া রোহিঙ্গা আগমন কোনভাবেই থামছে না। মঙ্গলবার শতাধিক রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু অনুপ্রবেশ করেছে টেকনাফের গুইজ্যাছড়ি, লম্বরি ও শাহপরীর দ্বীপ সীমান্ত পয়েন্ট দিয়ে। অনুপ্রবেশের পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পৌঁছার আগেই তারা রোহিঙ্গা শিবিরসহ বিভিন্ন স্থানে পৌঁছে যায়। আগেভাগেই এ পারে অবস্থানরত তাদের স্বজনরা তাদের গন্তব্যে পৌঁছে যেতে সহায়তা করেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। রোহিঙ্গারা সংগঠিত হচ্ছে ॥ বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় পেয়ে ভাল অবস্থানে থাকার পরও রোহিঙ্গারা সংগঠিত হচ্ছে। ক্যাম্পে ক্যাম্পে চলছে কতিপয় রোহিঙ্গা নেতার নানামুখী তৎপরতা। এদের নেতৃত্বে রোহিঙ্গাদের মাঝে তাদের দাবি দাওয়ার নানা লিফলেট বিতরণ চলছে। ২০ দফা দাবি সংবলিত ইরেজী ও বাংলায় ছাপা অসংখ্য লিফলেট উদ্ধার করেছে পুলিশ। খোঁজ নিয়ে জানা গেছে, থাইনখালী বাজারের একটি কম্পিউটারের দোকান থেকে এসব লিফলেট উদ্ধার করা হয়। এছাড়া আশ্রিত ক্যাম্পগুলোতে রোহিঙ্গাদের মাঝে এ ধরনের লিফলেট ইতোমধ্যেই পৌঁছে দেয়া হয়েছে। লিফলেটে তাদের প্রধান দাবি রয়েছে, নাগরিকত্বের বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত ফিরে না যাওয়া। ৭৮ এইডস রোগী শনাক্ত ॥ মিয়ানমারের রাখাইনে সহিংসতার পর বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে এইচআইভি-এইডস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার সংখ্যা বেড়েই চলছে। নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের পর থেকে দিন দিন বাড়ছেই এইডস রোগীর সংখ্যা। এভাবে চলতে থাকলে রোহিঙ্গা ক্যাম্পে এ রোগের সংখ্যা বাড়তেই থাকবে বলে মত দিয়েছেন কর্তব্যরত চিকিৎসকগণ। আক্রান্তদের অধিকাংশ নারী বলে জানিয়েছেন চিকিৎসকরা। ইতোমধ্যে দুই বছরের শিশুসহ ৭৮ জন এইচআইভি রোগী বলে শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগের কর্মীরা। বিএনপির ত্রাণ বিতরণ ॥ মঙ্গলবার কক্সবাজারের উখিয়া, বালুখালী ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মেডিক্যাল সেন্টারে একটি অনুষ্ঠানের মাধ্যমে রোহিঙ্গাদের মাঝে শীতবস্ত্র ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
×