ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিআরটিএ’র অভিযান

সাড়ে তিন লাখ টাকা জরিমানা, ২০ যানের কাগজপত্র জব্দ

প্রকাশিত: ০৫:১৩, ২২ নভেম্বর ২০১৭

সাড়ে তিন লাখ টাকা জরিমানা, ২০ যানের কাগজপত্র জব্দ

বিআরটিএ’র ৩টি ভ্রাম্যমাণ আদালত ঢাকা ও ঢাকার আশপাশের এলাকায় আদালত পরিচালনার মাধ্যমে ১৪১টি মামলায় ৩ লাখ ৫৩ হাজার টাকা জরিমানা আদায়, ৩টি মোটরযান ডাম্পিং স্টেশনে প্রেরণ এবং ২০টি মোটরযানের কাগজপত্র জব্দ করেছে। গত ২০ ও ২১ নবেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুনিবুর রহমানের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত মানিক মিয়া এ্যাভিনিউ ও আরামবাগ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪৬টি মামলায় এক লাখ ২১ হাজার ৯শ’ টাকা জরিমানা আদায় এবং ২টি মোটরযান ডাম্পিং স্টেশনে প্রেরণ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলামের নেতৃত্বে অপর একটি ভ্রাম্যমাণ আদালত খিলগাঁও ও পোস্তগোলা এলাকা থেকে মোটরযান আইনের বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫১টি মামলায় এক লাখ ৮৩ হাজার টাকা জরিমানা, ১টি মোটরযান ডাম্পিং স্টেশনে প্রেরণ এবং ১৭ মোটরযানের কাগজপত্র জব্দ করে। অন্যদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুস সালামের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত রাজধানীর হেমায়েতপুর ও মানিক মিয়া এ্যাভিনিউ এলাকায় অভিযান পরিচালনা করে ৪৪টি মামলায় ৪৮ হাজার এক শ’ টাকা জরিমানা আদায় এবং ৩টি মোটরযান জব্দ করে। পরিবহন সেক্টরে শৃঙ্খলা আনয়নের নিমিত্তে বিআরটিএ’র আদালত পরিচালনা কার্যক্রম অব্যাহত থাকবে। -বিজ্ঞপ্তি
×