ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কবি রেজাউদ্দিন স্টালিনের জন্মদিনের অনুষ্ঠান আজ

প্রকাশিত: ০৫:১২, ২২ নভেম্বর ২০১৭

কবি রেজাউদ্দিন স্টালিনের জন্মদিনের অনুষ্ঠান আজ

কবি রেজাউদ্দিনের স্টালিনের ৫৫তম জন্মদিন উপলক্ষে ম্যাজিক লণ্ঠন, বাংলাদেশ সাহিত্য পরিষদ ও পারফর্মিং আর্ট সেন্টারে আজ ২২ নবেম্বর বুধবার সন্ধ্যা ৬টায় সংস্কৃতি বিকাশ কেন্দ্র, পরিবাগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন বারডেম কার্ডিয়াক নির্বাহী পরিচালক প্রফেসর ডা. এম এ রশীদ। প্রধান অতিথি থাকবেন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। অতিথি থাকবেন নাসির এ চৌধুরী, সৈয়দ আলমগীর, কবি আসাদ চৌধুরী, কবি কাজী রোজী এমপি, কবি আল মুজাহিদী, কবি হাবীবুল্লাহ সিরাজী, কবি রবিউল হুসাইন, কবি মানিক মোহাম্মদ রাজ্জাক, অধ্যাপক রুবিনা হামিদ, শিশু-সাহিত্যিক ফরিদুর রেজা সাগর ও কবি মনজুরুর রহমান। -বিজ্ঞপ্তি। সাংসদ নিজাম হাজারীর বিরুদ্ধে অভিযোগ স্টাফ রিপোর্টার ॥ কে বা কারা খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা করেছিল এ প্রশ্নের সুরাহা এখনও হয়নি। খোঁজ মেলেনি হামলার নির্দেশদাতাদেরও। যদিও হামলার ঘটনায় মামলা হয়েছে। ঘটনা নিয়ে পাল্টাপাল্টি দোষারোপ এখনও অব্যাহত। এর মধ্যে ‘ফেনীর এক আওয়ামী লীগ নেতা দাবি করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা ‘পরিকল্পিত’ এবং ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম হাজারী এর পেছনে ছিলেন।’ যদিও এ বিষয়ে সাবেক জাপা নেতা ও টাইগার বাহিনীর প্রধান হিসেবে খ্যাত নিজাম হাজারীর পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি। তাই অভিযোগের সত্যতা নিয়েও প্রশ্ন রয়ে গেছে। মঙ্গলবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ফেনী জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য এম আজহারুল হক আরজু দলীয় নেতাকর্মীকে হত্যা, নির্যাতনসহ নানা অভিযোগ তুলে ধরেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম হাজারীর বিরুদ্ধে।
×