ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকারী স্টাফ বাসের ভাড়া বৃদ্ধিতে ক্ষোভ

প্রকাশিত: ০৫:১২, ২২ নভেম্বর ২০১৭

সরকারী স্টাফ বাসের ভাড়া বৃদ্ধিতে ক্ষোভ

স্টাফ রিপোর্টার ॥ সরকারী স্টাফ বাসের ভাড়া বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সম্প্রতি বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের এক আদেশে বিভিন্ন রুটের বাস ভাড়া ১২২ গুণ থেকে ৪০০ গুণ পর্যন্ত বৃদ্ধি করেছে। এই ভাড়া কমিয়ে যৌক্তিক ভাড়া নির্ধারণের জন্য মঙ্গলবার বিভিন্ন মন্ত্রণালয়ের শতাধিক কর্মকর্তা-কর্মচারী (সরকারী স্টাফ বাসের মাসিক টিকেটধারী যাত্রীগণ) জনপ্রশাসন সচিবের সঙ্গে সাক্ষাৎ করে তাদের ক্ষোভ প্রকাশ করেন। জনপ্রশাসন সচিব বিষয়টি জেনে তাদের আশ্বস্ত করেছেন বলে তারা জানিয়েছেন। জনপ্রশাসন সচিবকে তারা বলেন, ক্যাডার কর্মকর্তাদের পরিবহনে গাড়ি আছে। প্রাধিকারভুক্ত কর্মকর্তাদের সরকার ব্যক্তিগত গাড়ির সুবিধা দিয়েছে। কিন্তু আমাদের পরিবহনে কোন গাড়ি নেই। আমরা সরকারী যে বাসে (স্টাফ বাস) যাতায়াত করি তার ভাড়া অযৌক্তিকভাবে বৃদ্ধি করা হয়েছে। তারা বলেন, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড সরকারের একটি সেবামূলক প্রতিষ্ঠান। কিন্তু সেই সেবামূলক প্রতিষ্ঠানের এমন অযৌক্তিকভাবে ভাড়া বৃদ্ধি কোনভাবেই কাম্য নয়।
×