ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দাবি মেনে নেয়ার আশ্বাসে সওজের শ্রমিক কর্মচারীদের কর্মসূচী প্রত্যাহার

প্রকাশিত: ০৫:১১, ২২ নভেম্বর ২০১৭

দাবি মেনে নেয়ার আশ্বাসে সওজের শ্রমিক কর্মচারীদের কর্মসূচী প্রত্যাহার

স্টাফ রিপোর্টার ॥ সড়ক ও জনপথ অধিদফতরের ওয়ার্কচার্জড কর্মচারীদের চাকরি নিয়মিতকরণের লক্ষ্যে দেশব্যাপী বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন ঘোষিত সকল কর্মসূচী প্রত্যাহার করা হয়েছে। গতকাল মন্ত্রণালয়ের সভাকক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে সওজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সঙ্গে এক সভায় ঘোষিত কর্মসূচী প্রত্যাহারের ঘোষণা দেয় ইউনিয়ন নেতৃবৃন্দ। এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক বাছাইকৃত দুই হাজার ছয় শ’ সাতষট্টিজন ওয়ার্কচার্জড কর্মচারীকে নিয়মিতকরণের প্রস্তাব প্রশাসনিক সংস্কার বিষয়ক সচিব কমিটিতে পাঠানো হয়েছে। তিনি বলেন, এ বিষয়ে ইতোমধ্যে জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের ইতিবাচক মতামত পাওয়া গেছে। সওজর অবশিষ্ট চার হাজার তিন শ‘ বিরানব্বইজন ওয়ার্কচার্জড কর্মচারীর বিষয়ে প্রচলিত বিধিবিধান অনুযায়ী দ্রুত পরবর্তী কার্যল্ডম গ্রহণ করা হবে বলে তিনি জানান। এছাড়া সভায় সওজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাত দফা দাবি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দাবিসমূহ পর্যালোচনা করে স্বল্পসময়ে সমস্যা সমাধানের বিষয়ে সভায় একমত পোষণ করেন কর্মকর্তারা। এ সময় সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিক্তি সচিব খন্দকার রাকিবুর রহমান ও মোহাম্মদ বেলায়েত হোসেন, যুগ্ম সচিব হুমায়ুন কবির খোন্দকার, অতিরিক্তি প্রধান প্রকৌশলী আব্দুস সবুর, সওজ কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম কিবরিয়া দুলাল, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন খন্দকারসহ ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
×