ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন শুরু ১ ডিসেম্বর

প্রকাশিত: ০৫:১০, ২২ নভেম্বর ২০১৭

আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন শুরু ১ ডিসেম্বর

স্টাফ রিপোর্টার ॥ ২০১৮ সালের জন্য ঢাকা জেলায় (মহানগরীসহ) আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন শুরু হবে আগামী ১ ডিসেম্বর। চলবে ৩১ জানুয়ারি (২০১৮) পর্যন্ত। ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালেহ উদ্দিন জানিয়েছেন, নবায়নকালে গুলিবিহীন আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করতে হবে। সেইসঙ্গে লাইসেন্স নবায়নের জন্য প্রয়োজনীয় ফি, টিআর ফরম নং-৬, কোড নম্বর ১/২২১১/০০০/১৮৫৯ এবং নবায়ন ফি-এর ওপর ধার্য ১৫ শতাংশ ভ্যাট কোড ১/১১৩৩/০০১০/০৩১১ (বাংলাদেশ ব্যাংক অথবা সোনালী ব্যাংক) নম্বরে জমা দিতে হবে। এ ছাড়া চালানের মূল কপিও মূল লাইসেন্সের সঙ্গে দাখিল করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জারিকৃত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা-২০১৬ অনুযায়ী লাইসেন্সের নবায়ন ফি নির্ধারণ করা হয়েছে। তিনি জানান, নির্ধারিত ফি অনুযায়ী ব্যক্তি পর্যায়ে পিস্তল-রিভলবারের জন্য ১০ হাজার টাকা, বন্দুক, শটগান ও রাইফেলের জন্য ৫ হাজার টাকা, আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক পর্যায়ে বন্দুক, শটগান ও রাইফেলের জন্য ৫ হাজার টাকা জমা দিতে হবে। আর প্রতিষ্ঠান পর্যায়ে একই অস্ত্রের জন্য ১০ হাজার টাকা এবং ডিলার ও অস্ত্র মেরামতকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে ৫ হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া সেফ কিপিং লাইসেন্স নবায়নে দিতে হবে ৩ হাজার টাকা।
×