ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গণস্রোত বন্ধ করা যাবে না ॥ মোশাররফ

প্রকাশিত: ০৫:১০, ২২ নভেম্বর ২০১৭

গণস্রোত বন্ধ করা যাবে না ॥ মোশাররফ

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া লন্ডন থেকে দেশে ফেরার পর যে গণস্রোত শুরু হয়েছে তা কোনভাবেই বন্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। মঙ্গলবার দুপুরে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে যুবদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ড. মোশাররফ বলেন, আমাদের দলের চেয়ারপার্সন খালেদা জিয়া, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে সহায়ক সরকারের রূপরেখা দেবেন। আমরা সেই রূপরেখার আলোকে নির্বাচন করার জন্য সরকারকে আহ্বান জানাব। যদি তা না মেনে সরকার নির্বাচন করতে চায়, তাহলে জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাবার জন্য রাজপথে নেমে নির্বাচন প্রতিহত করবে। মোশাররফ বলেন, তারেক রহমানের বিরুদ্ধে দেশী-বিদেশী নানা রকম ষড়যন্ত্র চলছে। যারা চায় না দেশ মাথা উঁচু করে দাঁড়াক। তারা জাতীয়তাবাদী শক্তিকে ভয় পায় বলেই এই ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের জনগণ রুখে দাঁড়াবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, আপনার অধীনে কোন সুষ্ঠু নির্বাচন হবে না। আপনি যদি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না দেন তাহলে দেশের জনগণ রাজপথে নেমে গণআন্দোলনের মাধ্যমে তাদের ভোটের অধিকার আদায় করবে। যুবদল সভাপতি সাইফুল আলম নিরবের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ। নির্বাচনের আগেই তারেক রহমান দেশে ফিরে আসবেন- দুদু ॥ আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে এবং এ নির্বাচনের আগেই দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে দেশে ফিরে আসবেন। তিনি বলেন, এবারের নির্বাচন হবে উৎসবমুখর পরিবেশে। মঙ্গলবার দুপুরে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দল আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দুদু বলেন, তারেক রহমান দেশে থাকা অবস্থায় বিরোধী দল সভা সমাবেশ করতে পারত। সরকারের সমালোচনা করতে পারত, কোন রকম বাধা বিপত্তি ছিল না। সে জন্য তারেক রহমানকে আমরা বলি গণতান্ত্রিক বিধি ব্যবস্থার আশীর্বাদ। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই দেশে ফিরে আসবেন। দেশের মানুষ আন্দোলন- সংগ্রামের মধ্য দিয়ে সেই পরিস্থিতি তৈরি করবে। আয়োজক সংগঠনের সভাপতি নাসির হায়দারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দীন মাস্টার, আবু নাসের রহমত উল্লাহ প্রমুখ।
×