ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তত্ত্বাবধায়কের ধুয়া তুলে ধূম্রজাল সৃষ্টির চেষ্টা সফল হবে না ॥ এরশাদ

প্রকাশিত: ০৫:০৯, ২২ নভেম্বর ২০১৭

তত্ত্বাবধায়কের ধুয়া তুলে ধূম্রজাল সৃষ্টির চেষ্টা সফল হবে না ॥ এরশাদ

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে তার আলামত পাওয়া যাবে আসন্ন রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনের মাধ্যমে। তিনি বলেন, এ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠান করতে পারলে বর্তমান নির্বাচন কমিশনের ওপর দেশবাসী এবং সব রাজনৈতিক দলের আস্থা সৃষ্টি হবে। এ সুযোগ ইসির কাজে লাগবে। তাই আমরা আশা করব ইসি সবার আস্থা অর্জন করতে ব্যর্থ হবে না। মঙ্গলবার জাপা চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে সুপ্রীমকোর্টের আইনজীবী ব্যারিস্টার শেখ ফয়সল শাহরিয়ার জিয়াদ এবং তার শতাধিক অনুসারীর আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় পার্টির প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট সালমা ইসলামের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এবং যোগদানকারীদের মধ্যে ব্যারিস্টার শেখ ফয়সল শাহরিয়ার জিয়াদ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সেনাপ্রধান এরশাদ বলেন, জাতীয় পার্টিতে এখন নতুন জোয়ার সৃষ্টি হয়েছে। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এখন জাতীয় পার্টির পতাকাতলে সমবেত হচ্ছেন। আগামী নির্বাচনে জাতীয় পার্টির প্রতি মানুষের ভালবাসারই প্রতিফলন ঘটবে। তাই নির্বাচনের জন্য আমাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। যথাসময়ে সংবিধান অনুসারেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা নিতে হবে- সরকারের কাছে এমন দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ বলেন, যারা তত্ত্বাবধায়ক সরকারের ধুয়া তুলে নির্বাচন অনুষ্ঠান নিয়ে ধূম্রজাল সৃষ্টির পাঁয়তারা করছেন তাদের উদ্দেশ্য কখনই সফল হবে না। আশা করি, গণতন্ত্র সুরক্ষার স্বার্থে সব দেশপ্রেমিক রাজনৈতিক সংগঠন আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে। তিনি যোগদানকারীদের জাতীয় পার্টিতে স্বাগত জানিয়ে পার্টির জন্য নিবেদিতভাবে কাজ করার আহ্বান জানান। এরশাদ বলেন, আমাদের সামনে সুযোগ এসেছে ভাল কিছু করার। এ সুযোগ সবাইকে কাজে লাগাতে হবে। মনে রাখতে হবে সুযোগ সব সময় আসে না। কারণ জাপার এখন রাজনৈতিক সুদিন। রাজনীতি করতে কোন বাধা নেই। মানুষের কাছে যেতে বাধা নেই। জেল-জুলুম ও অত্যাচার নেই। আমরা ভাল আছি। এ সুযোগ আমাদের কাজে লাগাতে হবে। জাপার উন্নয়ন কর্মকা- মানুষের কাছে তুলে ধরতে হবে। কারণ মানুষ তো আমাদের ক্ষমতায় দেখতে চায়। আমরা ভাল থাকলে প্রভাবশালী রাজননৈতিক নেতারা অন্য দল থেকে আসতে চাইবে। সব দলের কাছে জাপার কদর বাড়বে। গাইবান্ধা-১ আসনের দায়িত্ব পেলেন শামীম ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারায় প্রদত্ত ক্ষমতাবলে দলের চেয়ারম্যানের বিচার বিভাগীয় উপদেষ্টা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সার্বিক সাংগঠনিক দায়িত্ব প্রদান করা হয়েছে।
×