ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জোটের চেয়ে নতুন নির্বাচনই চান মেরকেল

প্রকাশিত: ০৫:০৮, ২২ নভেম্বর ২০১৭

জোটের চেয়ে নতুন নির্বাচনই চান মেরকেল

‘জার্মান চ্যান্সেলর এ্যাঞ্জেলা মেরকেল বলেছেন যে, তিনি একটি সংখ্যালঘু সরকার পরিচালনার চেয়ে নতুন করে নির্বাচন অনুষ্ঠানের পক্ষপাতি। সরকার পরিচালনার লক্ষ্যে মিত্রজোট গঠনের আলোচনা ভেঙ্গে যাওয়ার পর দেশ রাজনৈতিক সঙ্কটের সম্মুখীন হওয়ায় তিনি এই ঘোষণা দেন। খবর বিবিসির। মেরকেল বলেন, জোট গঠনের আলোচনা ভেঙ্গে যাওয়ার সঙ্গে তার পদত্যাগের কোন কারণ তিনি খুঁজে পাচ্ছেন না। রবিবার সন্ধেবেলা মেরকেলের সিডিইউ, সিএমইউ এবং গ্রীন দলের সঙ্গে জোট গঠনের আলোচনা থেকে এফডিপি লিবারেল দল নিজেদের প্রত্যাহার করে নেয়। প্রত্যাহারের কারণ ব্যাখ্যা করে এফডিপির নেতা ক্রিশ্চিয়ান লিন্ডার বলেন, ‘মেরকেলের জোটকে আস্থায় নেয়ার কোন ভিত্তি নেই। খারাপভাবে সরকার চালানোর চেয়ে সরকারে না থাকাই ভাল।’ সঙ্কটজনক পরিস্থিতির কথা বিবেচনায় নিয়ে জার্মানির প্রেসিডেন্ট ফ্র্যাঙ্ক ওয়াল্টার স্টিনমিয়ার দেশের স্বার্থে সকল দলের প্রতি তাদের মনোভাব পুনর্বিবেচনার আহ্বান জানান। তিনি বলেন, এ ধরনের পরিস্থিতির উদ্ভব আগে কখনও হয়নি। কাশ্মীরে বন্দুকযুদ্ধে তিন লস্কর নিহত ভারতের কাশ্মীরে মঙ্গলবার সৈন্যদের সঙ্গে ভয়াবহ বন্দুকযুদ্ধে লস্কর-ই-তৈয়বার (এলইটি) অন্তত তিন জঙ্গী নিহত হয়েছে। পুলিশ এ কথা জানিয়েছে। খবর সিনহুয়ার। শ্রীনগর থেকে প্রায় ৮০ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলে কুপওয়ারা জেলার মাগাম হান্দাওয়ারা গ্রামে উভয়পক্ষের মধ্যে এ বন্দুকযুদ্ধ হয়। পুলিশের এক মুখপাত্র বলেন, ‘আজ সকালে মাগাম হান্দওয়ারা গ্রামে বন্দুকযুদ্ধে তিন এলইটি জঙ্গী নিহত হয়েছে। ওই এলাকায় অভিযান চলছে।’ জঙ্গীদের অবস্থান সম্পর্কে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতের সেনা, আধাসামরিক বাহিনী ও পুলিশের যৌথ অভিযান চলাকালে এ ঘটনা ঘটে।
×