ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সংসদে ৩০০ ধারায় বিবৃতি

বন্দরে লস্কর নিয়োগে অনিয়মের অভিযোগ অস্বীকার করলেন নৌমন্ত্রী

প্রকাশিত: ০৭:৫৭, ২১ নভেম্বর ২০১৭

বন্দরে লস্কর নিয়োগে অনিয়মের অভিযোগ অস্বীকার করলেন নৌমন্ত্রী

সংসদ রিপোর্টার ॥ চট্টগ্রাম বন্দরে লস্কর নিয়োগে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন নৌমন্ত্রী শাজাহান খান। এ নিয়ে সংসদে জাসদের কার্যকরী সভাপতি মইনউদ্দীন খান বাদলের অভিযোগ নাকচ করে দিয়ে তিনি বলেন, সংসদ সদস্য মইনউদ্দীন খান বাদল যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর। তিনি এই অসত্য বক্তব্য প্রত্যাহারের জন্য সংসদ সদস্য বাদলের প্রতি আহ্বান জানান। সোমবার রাতে সংসদ অধিবেশনে ৩০০ বিধিতে বিবৃতি প্রদানকালে মন্ত্রী এ আহ্বান জানান। এর আগে গত রবিবার সংসদে মইনউদ্দীন খান বাদল পয়েন্ট অব অর্ডারে চট্টগ্রামবন্দরে লস্কর পদে নিয়োগে মাত্র দু’জন চট্টগ্রামের বাকিদের একটি মাত্র জেলা থেকে কেন নিয়োগ দেয়া হয়েছে সেই প্রশ্ন রাখেন। এর জবাব দিতে গিয়ে বিবৃতিতে নৌমন্ত্রী স্পীকারের উদ্দেশ্যে করে বলেন, সংসদে মইনউদ্দীন খান বাদল বক্তব্য দিতে গিয়ে বলেছেন এই বন্দরের সঙ্গে চট্টগ্রামবাসী নানাভাবে যুক্ত। অথচ সেই বন্দরে একটি ছোট চাকরি হবে লস্করের। সেখানে দেখা যায় লস্করের চাকরিতে ৯২ জন নির্বাচন করা হয়েছে। তাদের মধ্যে ২ জন মাত্র চট্টগ্রামের, বাকি ৯০ জনই অন্য একটি জেলার। এখানে একটি জেলার কথা বলা হয়েছে। এর জবাবে মন্ত্রী বলেন, ওই সংসদ সদস্য’র বক্তব্য সম্পূর্ণ অসত্য এবং বিভ্রান্তিকর। কারণ সেখানে ৯২ নয় চাকরি দেয়া হয়েছে ৮৫ জনকে। চাকরির বিধান মোতাবেক তাদের চাকরি দেয়া হয়েছে।
×