ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গ্রেফতারের কয়েক ঘণ্টার মধ্যে জামিন পেলেন পঙ্কজ রায়

প্রকাশিত: ০৭:৪০, ২১ নভেম্বর ২০১৭

গ্রেফতারের কয়েক ঘণ্টার মধ্যে জামিন পেলেন পঙ্কজ রায়

বিডিনিউজ ॥ সাড়ে আট কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগে দুদকের মামলায় গ্রেফতারের কয়েক ঘণ্টার মধ্যেই জামিন পেয়েছেন এ্যালায়েন্স সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান পঙ্কজ রায়। সোমবার ঢাকার ধানম-ির বাসা থেকে দুদকের হাতে গ্রেফতারের পর পঙ্কজ রায়কে বিকেলে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তোলা হয়। শুনানি শেষে মহানগর হাকিম সত্যব্রত সিকদার পাঁচ হাজার টাকার মুচলেকায় তাকে জামিন দেন। দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর জানান, বিচারক বলেছেন, বয়সের বিবেচনায় তার জামিন হয়েছে। জামিনের আবেদনে পঙ্কজ রায়ের বয়স ৮০ বছর দেখিয়েছেন তার আইনজীবীরা। দুদকের উপ-সহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌস জ্ঞাতআয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রবিবার পঙ্কজ রায়ের বিরুদ্ধে রমনা থানায় মামলা করেন।
×