ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জাহাজ কিনেছে বেক্সিমকো পেট্রোলিয়াম

প্রকাশিত: ০৬:৪৭, ২১ নভেম্বর ২০১৭

জাহাজ কিনেছে বেক্সিমকো পেট্রোলিয়াম

বাংলাদেশে প্রথমবারের মতো এলপিজি আমদানির জন্য জাহাজ কিনেছে বেক্সিমকো গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বেক্সিমকো পেট্রোলিয়াম লিমিটেড। আন্তর্জাতিক পানিপথে বাংলাদেশের পতাকা বহন করবে জাহাজটি। জাহাজটির নামকরণ করা হয়েছে বেক্সপেট্রো-১। ২৭০০ মেট্রিক টন এলপিজি ধারণক্ষমতাসম্পন্ন এ জাহাজটি আমদানিকৃত এলপিজি সরাসরি বেক্সিমকো পেট্রোলিয়ামের কারখানায় সরবরাহ করবে। এটা দেশের এলপিজি খাতে একটি মাইলফলক এবং এর মাধ্যমে নতুন যুগের শুরু হলো। নিজস্ব জাহাজে পণ্য আমদানির কারণে খরচ কমবে এবং আরও কার্যকরী একটি সরবরাহ চ্যানেল তৈরি হবে। ডিসেম্বর মাসের শুরুর দিকে বেক্সপেট্রো-১ এবং এর ক্যাপ্টেন আলেক্সান্ডার ফাজারদো প্রথম এলপিজির চালানটি নিয়ে বাংলাদেশে আসবেন বলে আশা করা হচ্ছে। একই ধরনের আরও দুটি জাহাজ ক্রয় প্রক্রিয়াধীন রয়েছে। বেক্সিমকো পেট্রোলিয়ামকে প্রিমিয়ার অপারেটর হিসেবে অবস্থান তৈরিতে এ উদ্যোগ যুগান্তকারী ভূমিকা রাখবে। অর্থনৈতিক রিপোর্টার
×