ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভিডিও কনফারেন্সের মাধ্যমে রূপালী ব্যাংকের পর্যালোচনা সভা

প্রকাশিত: ০৬:৪৭, ২১ নভেম্বর ২০১৭

ভিডিও কনফারেন্সের মাধ্যমে রূপালী ব্যাংকের পর্যালোচনা সভা

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশে প্রথমবারের মতো ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাসিক কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা করেছে রূপালী ব্যাংক লিমিটেড। ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে গত রবিবার একযোগে ১০টি বিভাগীয় কার্যালয়ের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এ্যান্ড সিইও মোঃ আতাউর রহমান প্রধান বলেন, ভার্চুয়াল মিটিং রূপালী ব্যাংকের জন্য এক বড় অর্জন। আজ ব্যাংকটি এক নতুন দিগন্তের সূচনা করেছে। প্রধান কার্যালয়ে বসে এক সঙ্গে সারা দেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাসিক কর্মপরিকল্পনা সভা করছে ব্যাংক যা নিশ্চিতভাবে ব্যাংকের জন্য এক বড় অগ্রগতি। এতে করে ব্যাংকের কাজে গতি আসবে, বাঁচবে সময়, কমবে খরচ। এখন থেকে প্রধান কার্যালয় থেকে ব্যাংক কর্তৃপক্ষ যে কোন সময় যে কোন বিভাগে ভার্চুয়াল মিটিং করতে পারবে। পরে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্যাংকের ১০টি বিভাগীয় কার্যালয় সিলেট, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, কুমিল্লা, ঢাকা উত্তর ও দক্ষিণ বিভাগের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বিভিন্ন বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপকদের অবলোপনকৃত ঋণ আদায় ও নতুন করে ঋণ বিতরণের নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি শ্রেণীকৃত ঋণ কমিয়ে আনা এবং এসএমই ঋণ বিতরণের মাধ্যমে কাক্সিক্ষত প্রবৃদ্ধি নিশ্চিতকরণের বিষয়ে সবাইকে আরও সচেষ্ট হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হাসনে আলম, মোঃ মোরশেদ আলম খন্দকার, মহাব্যবস্থাপক মোঃ কাইসুল হক।
×