ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এটা ইসির দ্বিতীয় পরীক্ষা

রংপুর সিটি নির্বাচনে বিএনপি অংশ নেবে ॥ ফখরুল

প্রকাশিত: ০৫:৫৭, ২১ নভেম্বর ২০১৭

রংপুর সিটি নির্বাচনে বিএনপি অংশ নেবে ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ এখনও প্রার্থী চূড়ান্ত না হলেও আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি অংশ নেবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে রংপুরের ঠাকুরপাড়া পরিদর্শনে যাবার আগে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। কুমিল্লার পর রংপুর সিটি নির্বাচন বর্তমান নির্বাচন কমিশনের এটি দ্বিতীয় পরীক্ষা বলেও মন্তব্য করে মীর্জা ফখরুল। তিনি বলেন, আমরা চাই রংপুর সিটি নির্বাচন সুষ্ঠু সুন্দর, নিরপেক্ষ এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিবে বর্তমান নির্বাচন কমিশন। সাংবাদিকদের সঙ্গে কথা শেষে বিএনপির মহাসচিব রংপুরের গঙ্গাচড়া ইউনিয়নের ঠাকুরপাড়ার উদ্দেশে যাত্রা করেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান জামানসহ আরও বেশ কজন কেন্দ্রীয় নেতা তার সঙ্গে ছিলেন। এর আগে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে নভো এয়ারলাইন্সের একটি বিমানে সোমবার সকাল পৌনে দশটায় সৈয়দপুর বিমান বন্দরে নামেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উল্লেখ যে রবিবার সকালে বিএনপির মহাসচিব ঢাকা হতে বিমানে সৈয়দপুরে এসে লালমনিরহাটে দলীয় মিটিং এ অংশ নেয়। এরপর সেদিন বিকেলে সৈয়দপুর হতে ঢাকা ফিরে যান।
×