ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গাজীপুর, রংপুর মহানগর পুলিশ আইন অনুমোদন

শিল্প শ্রমিকদের বেতন বাড়ানো সম্পর্কে মন্ত্রিসভায় আলোচনা

প্রকাশিত: ০৫:৫১, ২১ নভেম্বর ২০১৭

শিল্প শ্রমিকদের বেতন বাড়ানো সম্পর্কে মন্ত্রিসভায় আলোচনা

বিশেষ প্রতিনিধি ॥ দেশের শিল্প কারখানার শ্রমিকদের জন্য বেতন-ভাতা বাড়ানো নিয়ে আলোচনা হয়েছে মন্ত্রিসভা বৈঠকে। এ বিষয়ে মজুরি কমিশন গঠনের প্রস্তাব দেয়া হয়েছে। এ ছাড়া গাজীপুর ও রংপুর মহানগর পুলিশ আইন, ২০১৭ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভায় এই অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে শিল্প কারখানার পরিবেশ ও শ্রমিকদের অবস্থা নিয়ে আলোচনা হয়। এ সময় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু শ্রমিকদের বেতন-ভাতা বাড়াতে মজুরি কমিশন গঠনের প্রস্তাব করেন। এনজিওগুলো শ্রমিকদের কল্যাণের কথা বলে বিদেশ থেকে যে তহবিল আনে সেটা একই উদ্দেশ্যে ব্যয় করা হয় কি না সে বিষয়েও আলোচনা হয়। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আলোচনার সূত্রপাত ঘটান। তিনি বলেন, আগের তুলনায় শ্রমিকদের অবস্থা এখন ভাল, তারা ভাল বেতন পান। শিল্পকারখানাগুলোতে ভাল পরিবেশ তৈরি হয়েছে। এ সময় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, ভাল পরিবেশ বিরাজ করছে, তাদের অবস্থা ভাল। তবে শ্রমিকদের বেতন-ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেয়া উচিত। শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানোর জন্য তাদের দিক থেকে একটা দাবি আছে, তারা এটা প্রত্যাশা করেন। এ আলোচনায় অংশ নিয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেন, বর্তমানে শ্রমিকরা চাকরির শুরুতে ৬/৭ হাজার টাকা বেতন পান। শিল্প শ্রমিক-কর্মচারীদের প্রত্যাশা আছে তাদের বেতন আরেক ধাপ বাড়ুক। সরকারী কর্মচারীদের বেতন-ভাতা বেড়েছে, শ্রমিকদেরও বেতন-ভাতা আরেকটু বাড়ানো উচিত। এক্ষেত্রে মজুরি কমিশন গঠন করা যেতে পারে। প্রতি ৫ বছর পর পর মজুরি কমিশন বেতন বাড়ানোর বিষয়টা রেওয়াজে পরিণত হয়েছে। যদিও এটা বাধ্যতামূলক নয়, তারপরও এটা করা যেতে পারে। সর্বশেষ মজুরি কমিশন গঠন করা হয়েছিল ২০১৩ সালে। মজুরি কমিশন গঠনের ৫ বছর পূর্ণ হচ্ছে ২০১৮ সালে। কয়েকজন মন্ত্রীর সঙ্গে আলোচনা করে জানা গেছে, বৈঠকে প্রধানমন্ত্রী তাদের মতামত শুনেছেন। তবে এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন মন্তব্য করেননি। আলোচনায় শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার বিষয়টিও ওঠে আসে। এ সময় প্রধানমন্ত্রী বলেছেন, বাইরের লোকেরা এসে অনেক সময় ট্রেড ইউনিয়ন করে। শ্রমিকদের ভুল বোঝানোর চেষ্টা করে। এ বিষয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু তখন বলেছেন, আসলে বাইরে থেকে এসে ট্রেড ইউনিয়ন করার সুযোগ নেই। যারা প্রতিষ্ঠানের শ্রমিক তারাই ট্রেড ইউনিয়ন করে। তবে অনেক সময় এনজিওরা গিয়ে শ্রমিকদের ভুল বোঝায়। গাজীপুর ও রংপুর মহানগর পুলিশ আইন ॥ গাজীপুর ও রংপুর মহানগর পুলিশ আইন, ২০১৭ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, আইন দুটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ মন্ত্রিসভায় উপস্থাপন করে। বৈঠকে গাজীপুর ও রংপুর মহানগরের জন্য গাজীপুর মহানগর পুলিশ আইন, ২০১৭ এবং রংপুর মহানগর পুলিশ আইন, ২০১৭ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। তিনি বলেন, গাজীপুর ও রংপুর মহানগর পুলিশ আইন, ২০১৭ নামে অভিহিত হবে। এই আইন কেবল গাজীপুর ও রংপুর মহানগরের জন্য প্রযোজ্য হবে।
×