ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিষ টোপে পাখি শিকার

প্রকাশিত: ০৫:০৮, ২১ নভেম্বর ২০১৭

বিষ টোপে পাখি শিকার

সংবাদদাতা, পাথরঘাটা, বরগুনা, ২০ নবেম্বর ॥ পাথরঘাটায় পাখি শিকারিরা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। প্রতিদিন পাথরঘাটা বিষখালী নদীর চরে বিষ টোপ দিয়ে শিকারিরা শত শত বক পাখি শিকার করছে বলে অভিযোগ পাওয়া গেছে। বন বিভাগ পাখি শিকারিদের আটক করার জন্য অভিযান চালিয়ে ৪২টি বক পাখি ও ২ কেজি বকের মাংস উদ্ধার করেছে। সোমবার সকাল ৭টার দিকে পাথরঘাটা পৌর শহরের উত্তরণ আবাসন সংলগ্ন বন বিভাগের সৃজিত জঙ্গলের মধ্যে বক ও বকের মাংস উদ্ধার করা হয়। সাড়ে ৭ ফুট লম্বা মানকচু নজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ২০ নবেম্বর ॥ ঝালকাঠি শহরের চাঁদকাঠি বাজারে কেটে বিক্রি হচ্ছে বিশাল আকারের মানকচু। শতদশকাঠি গ্রামের লিটন হালদার এই কচু ১৫০০ টাকায় ক্রয় করে বিক্রির জন্য বাজারে এনেছেন। স্বরুপকাঠি অঞ্চলের বিনোদপুর গ্রামের স্বপন বাড়ৈ এই কচুর চাষ করেছেন। কচুটি সাড়ে ৭ ফিট লম্বা। ওজন ৫৫ কেজি ৫০ টাকা কেজি দরে এই কচু কেটে বিক্রি করা হচ্ছে।
×