ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কালিয়াকৈরে ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ০৫:০৮, ২১ নভেম্বর ২০১৭

কালিয়াকৈরে ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কালিয়াকৈরে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে সোমবার বিকেলে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। নিহতের নাম রুবেল হোসেন (২৩)। তার বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্লাহপুরে। কালিয়াকৈর থানার ওসি ও এলাকাবাসী জানায়, কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকায় ভাড়া বাসায় থেকে রুবেল এলাকায় নির্মাণ শ্রমিকের কাজ করত। সোমবার বিকেলে সফিপুর পশ্চিমপাড়া ড্রীমল্যান্ড আবাসিক এলাকায় নির্মাণাধীন ভবনের ৫ম তলার ছাদে কাজ করছিল সে। এ সময় পাশের একটি নির্মাণাধীন ভবন থেকে একটি বাঁশ রুবেলের মাথায় পড়ে। এতে রুবেল পাঁচ তলার ছাদ হতে মাটিতে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। ব্রাহ্মণবাড়িয়ায় দুই শিশুর লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া ॥ নিখোঁজের একদিন পর দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে শহরের পশ্চিম মেড্ডা এলাকার একটি নর্দমা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এলাকাবাসী জানান, পশ্চিম মেড্ডার মাহাবুর রহমানের ছেলে শুভ (৪) ও চন্দন অধিকারীর ছেলে নয়ন অধিকারী (৫) রবিবার সকালে বাড়ি থেকে খেলতে বের হয়। এরপর তারা না ফিরে এলে পরিবারের লোকজন থানায় ডায়েরি করে। সোমবার দুুপুরে বাড়ির পাশের নর্দমায় তাদের লাশ ভেসে উঠলে স্বজনরা লাশ উদ্ধার করে। জয়পুরহাটে ছাত্র নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট থেকে জানান, সদর উপজেলার ইছুয়া নওপাড়া গ্রামের সজিব (২২) নামে এক ছাত্রের লাশ একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় সোমবার পুলিশ উদ্ধার করেছে। জানা গেছে, ইছুয়া নওপাড়া গ্রামের এনামুল হকের পুত্র জয়পুরহাট সরকারী কলেজের বিএ পরীক্ষার্থী ওয়ারেস কুর্নি সজিব রবিবার বিকেলে কম্পিউটারের দোকানে যাবে বলে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি। সোমবার এলাকাবাসী তার বাড়ির অদূরে পুকুরপাড়ের গাছে সজিবের লাশ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। লালমনিরহাটে ছাত্রদল নেতা নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট থেকে জানান, লালমনিরহাট সরকারী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান মনিরের (২৬) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর আড়াইটার সময় আদিতমারী উপজেলার খাতাপাড়া মাজার এলাকায় নিজ বাড়ির নিম গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার হয়। মৃত মনির ওই এলাকার কাপড় ব্যবসায়ী তোফাজ্জল হোসেনের ছেলে এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের (অনার্স) দ্বিতীয় বর্ষের ছাত্র। পুলিশ ও স্থানীয়রা জানায়, বছর খানেক হয় নিজের পছন্দে বিয়ে করায় শ্বশুর ও বাবার সঙ্গে মনিরের সম্পর্কের অবনতি ঘটে। এমতাবস্থায় মা মারা যাওয়ার পর মনিরের বাবা আরেকটি বিয়ে করে অন্যত্র চলে যায়। পরে বাবার রেখে যাওয়া বাড়িতে স্বামী-স্ত্রী দু’জনেই থেকে কলেজে পড়াশোনা করতেন। তবে কোন উপার্জন না থাকায় চরম অর্থ কষ্টে ভুগছিল মনির। সোমবার সকালে মনিরকে বাড়িতে রেখে তার স্ত্রী কলেজে পরীক্ষা দিতে যায়। পরীক্ষা শেষে বাড়িতে এসে সে স্বামীর ঝুলন্ত লাশ দেখতে পায়।
×