ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লাকসাম-শ্রীয়াং সড়ক বেহাল ॥ ভোগান্তি

প্রকাশিত: ০৫:০৭, ২১ নভেম্বর ২০১৭

লাকসাম-শ্রীয়াং সড়ক বেহাল ॥ ভোগান্তি

নিজস্ব সংবাদদাতা, লাকসাম, কুমিল্লা, ২০ নবেম্বর ॥ লাকসাম-শ্রীয়াং রোডের করুণ অবস্থার দরুন এ রোডে যাতায়াতকারী যানবাহন ও জনসাধারণ দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাচ্ছেন। এলজিইডির আওতাধীন মাত্র ১২ কিলোমিটার এ সড়কের অসংখ্যস্থানে রাস্তা পার্শ্ববর্তী পুকুরে ভেঙ্গে পড়েছে। রাস্তার বেশিরভাগ স্থানে পিচ ঢালাই উঠে গিয়ে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। ডাকাতিয়া নদীর কোলঘেঁষে যাওয়া রাস্তাটির কিছু অংশ নদীতে ভেঙ্গে পড়ছে। ওই রাস্তার শত শত গর্ত আর পুকুরে ভেঙ্গে পড়া অংশে ছোট-বড় যানবাহনে যাত্রীসাধারণ ও এলাকাবাসী মারাত্মক ঝুঁকি নিয়ে প্রতিদিন যাতায়াত করছে। ওই রাস্তায় যাতায়াতকারী যাত্রীসাধারণ ও এলাকাবাসী জানায়, লাকসাম সদর থেকে উপজেলার দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ মনোহরগঞ্জ, শাহরাস্তি ও আশপাশের কয়েকটি উপজেলার হাজারো লোকজন নিত্য এ রাস্তায় যাতায়াত করে থাকেন। বাস্তব ভাঙ্গনে স্কুল-কলেজে যাতায়াতকারী শিক্ষার্থী, হাসপাতাল-ক্লিনিকে যাওয়া রোগী সাধারণ, অফিস-আদালতগামী লোকজনসহ জনসাধারণ নিদারুণ ভোগান্তি পোহাচ্ছেন। যাত্রীসাধারণের অভিযোগ, বস্তুটি নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। তাছাড়া রাস্তার পাশে অসংখ্য মৎস্য চাষের পুকুরের নিজস্ব পাড় না থাকায় রাস্তা গিলে খাচ্ছে পুুকুর। দিনরাত ওই রাস্তা দিয়ে শত শত ছোট-বড় যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করলেও রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার বঞ্চিত। দৃশ্যত এটি দেখার যেন কেউ নেই।
×