ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সড়ক দুর্ঘটনায় নিহত ১০

প্রকাশিত: ০৫:০৫, ২১ নভেম্বর ২০১৭

সড়ক দুর্ঘটনায় নিহত ১০

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামে ৩, পিরোজপুরে ২, টাঙ্গাইল, রাজশাহী, সাতক্ষীরা, নীলফামারী ও পাথরঘাটায় একজন করে নিহত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর কুড়িগ্রাম ॥ নাগেশ^রী-ভুরুঙ্গামারী সড়কে পাথারী মসজিদ সংলগ্ন এলাকায় মোতালেব (৩৫), সোহেল (২৫) ও সুজন (২৩) নামে ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। জানা গেছে, সোমবার সকালে নাগেশ^রী থেকে তিন মোটরসাইকেল আরোহী তীব্র গতিতে ভুরুঙ্গামারীর দিকে যাচ্ছিল। এসময় পাথারী মসজিদ সংলগ্ন স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ব্যাপারীরহাট এলাকার খায়রুল আলমের পুত্র মোতালেব (৩৫) ঘটনাস্থলেই নিহত হন। আহত নাগেশ^রী পৌরসভার নীলুরখামার গ্রামের ইব্রাহিমের পুত্র সোহেলকে (২৫) নাগেশ^রী হাসপাতালে নেয়ার পথে মারা যান। অপর আহত ব্যাপারীরহাট এলাকার সামসুল হকের পুত্র সুজনকে (২৩) রংপুর মেডিক্যালে নেয়ার পথে মারা যায়। পিরোজপুর ॥ সোমবার সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় মিতু (৩) ও নাজমুল (২০) নামের দুই জন নিহত হয়েছে। নিহত মিতু পিরোজপুর সদরের মধ্যরাস্তা এলাকার সুমন শেখের মেয়ে। নাজমুল শেখের বাড়ি নাজিরপুর উপজেলার চরখালী গ্রামে। পুলিশ জানায়, সোমবার সকাল ৮টার সময় মিতু বাড়ির সামনের সড়ক পার হওয়ার সময় একটি ট্রলি তাকে চাপা দেয়। অপরদিকে সোমবার সকাল ১০টার দিকে নাজমুল শেখ পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের গণকপাড়া এলাকায় বাস থেকে নামার সময় পড়ে গিয়ে বাসের চাকায় পিষ্ট হন। রাজশাহী ॥ পুঠিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় জনি (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার উপজেলার পুঠিয়া-তাহেরপুর সড়কের নওপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জনি উপজেলার নওপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে। পুঠিয়ার ধোপাপাড়া বাজারের একটি ওয়ার্কশপে কাজ করতো সে। সাতক্ষীরা ॥ যাত্রীবাহী বাসের ধাক্কায় আলমগীর হোসেন (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। সে তালা উপজেলার মুড়াকলিয়া গ্রামের ময়েজউদ্দীন শেখের পুত্র। সোমবার বিকেল ৩ টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের তেঁতুলিয়ার সুকদেবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নীলফামারী ॥ সড়ক দুর্ঘটনায় জাহিদ হোসেন (১৯) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। রবিবার রাত আটটার দিকে জেলা সদরের অঙ্কুর হিমাগার নামক স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ওই সড়কে আধাঘণ্টা সড়ক যোগাযোগ বন্ধ ছিল। টাঙ্গাইল ॥ মাত্র ১৭ দিনের ব্যবধানে নাগরপুরে বেপরোয়া গতিতে মোটরসাইকেল রেস করতে গিয়ে নিহত হয়েছে বাহারাম বাদশা (২২) নামের এক যুবক। মারাত্মক আহত হয়েছে তার দুই বন্ধু আরিফ হোসেন ও শুভ। সোমবার সকালে নাগরপুর-মির্জাপুর মোকনা সড়কের কেদারপুর শেখ হাসিনা সেতুর ওপর এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত যুবক মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার চড়তিলি গ্রামের রিপন মিয়ার ছেলে। পাথরঘাটা, বরগুনা ॥ পাথরঘাটা উপজেলার কাকচিড়ায় বাসচাপায় জাহানারা বেগম (৪৮) নামে এক গৃহিনী নিহত হয়েছেন। সোমবার সকাল ৭টার দিকে উপজেলার কাকচিড়া ইউনিয়নের কাকচিড়া বাজারের ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহানারা বেগম উপজেলার রায়হানপুর ইউনিয়নের পূর্ব লেমুয়া গ্রামের আলম মিয়ার স্ত্রী।
×