ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আট কেজি ওজনের বেল

প্রকাশিত: ০৩:৩৮, ২১ নভেম্বর ২০১৭

আট কেজি ওজনের বেল

সংবাদদাতা, পানছড়ি, খাগড়াছড়ি, ২০ নবেম্বর ॥ পানছড়ি বাজারে আট কেজি ওজনের বেল দেখা নিয়ে জমে উঠে উৎসুক দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। সোমবার বাজারে বিশালাকার দুটি বেল নিয়ে আসে উপজেলার নালকাটা তুলাগাছ নামক এলাকার রনজিৎ চাকমা। বাজারে প্রবেশ মুখে বিক্রির জন্য মাটিতে সাজিয়ে রাখা বেল দুটির ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে দর্শনার্থীরা। কারও কারও দাবি জীবনে এত বড় বেল এই প্রথম দেখা। পানছড়ির উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অরুণাংকর চাকমা জানায়, এগুলোকে বার্মিজ বেল বলা হয়। এসব বেল চাষ করা সৌখিনতা ছাড়া আর কিছু নয়। এটার একমাত্র আকর্ষণ দেখতে লোভনীয়। দেশীয় বেলের মতো এর স্বাদ নেই। বাথরুমে ঢুকলেই অজ্ঞান স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ শহরের লামাবাজার বিলপার এলাকার একটি বাসার বাথরুম থেকে রবিবার অজ্ঞান অবস্থায় ৭জনকে উদ্ধার করেছে পুলিশ। আব্দুল মতিন চৌধুরী বাথরুমে প্রবেশ করলে আর বের হননি। অধিক বিলম্ব হওয়ায় পরিবারের অন্যজন বাথরুমের দরজা ভেঙ্গে তাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে তিনিও তাৎক্ষণিক অজ্ঞান হয়ে পড়েন। এভাবে একের পর এক পরিবারের সদস্যরা বাথরুমে ঢুকেই অজ্ঞান হয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, ডাকাতি বা চুরির উদ্দেশে বাথরুমের ভেন্টিলেটার দিয়ে চেতনানাশক স্প্রে করে তাদের অজ্ঞান করা হচ্ছে।
×