ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে পোর্ট কানেকটিং ও আগ্রাবাদ এক্সেস রোডের সংস্কার শুরু

প্রকাশিত: ০৩:৩৫, ২১ নভেম্বর ২০১৭

চট্টগ্রামে পোর্ট কানেকটিং ও আগ্রাবাদ এক্সেস রোডের সংস্কার শুরু

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীতে জনভোগান্তি লাঘবকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সোমবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ২০৯ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম পোর্ট কানেকটিং এবং আগ্রাবাদ এক্সেস রোডের সংস্কার কাজ ও মহেশখালের ওপর তিনটি সেতুসহ ৪ কিলোমিটার দৈর্ঘ্যরে প্রতিরোধ দেয়াল নির্মাণ কাজ। সোমবার আনুষ্ঠানিকভাবে প্রকল্পের কাজের উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। এ সময় তিনি বলেন, জোয়ারের বিষয়টি বিবেচনায় নিয়ে পোর্ট কানেকটিং সড়কটি আরও উঁচু করা হবে। আগামী বর্ষার আগেই সড়ক সংস্কারের কাজ শেষ করতে তিনি সংশ্লিষ্ট ঠিকাদারির প্রতি অনুরোধ জানান। জাপানের সংস্থা জাইকা ও সরকারের অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এর মধ্যে পোর্ট কানেকটিং সড়ক উন্নয়ন ও সম্প্রসারণে ব্যয় হবে ১৩৬ কোটি টাকা। নিমতলা থেকে অলঙ্কার মোড় পর্যন্ত ৮ লেইনে ৬ কিলোমিটার দৈর্ঘ্যরে এ সড়কটি ১২০ ফুট প্রশস্ত করা হবে। উভয় পাশে নির্মিত হবে ২ দশমিক ৫ মিটারের আরসিসি ড্রেন। অপরদিকে, আগ্রাবাদ এক্সেস সড়কের উন্নয়ন কাজে ব্যয় হবে ৫১ কোটি টাকা। প্রকল্পের আওতায় ২ দশমিক ৩৮ কিলোমিটার দীর্ঘ সড়কের উভয়পাশে ২ দশমিক ৫ মিটার প্রশস্ত আরসিসি ড্রেন, ২ দশমিক ৫ মিটার ফুটপাথ, আট লেইনের বিটুমিনাস সড়ক এবং দৃষ্টিনন্দন বাগানসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা থাকবে। এ সড়কে থাকবে ২৫০টি এলইডি লাইট। এছাড়া মহেশখালের ওপর নির্মিত হবে তিনটি সেতু এবং খালের পাশে ৪ কিলোমিটার প্রতিরোধ দেয়াল থাকবে। চসিক মেয়র বলেন, পোর্ট কানেকটিং সড়কটি খুবই ব্যস্ত। এর ওপর দিয়ে পণ্যবাহী হাজার হাজার যানবাহন চলাচল করে। যানবাহনের আধিক্যের কারণে পথচারীদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। সে কারণে তিন মিটার চওড়া ফুটপাথ তৈরি হবে ১২ কিলোমিটার। সড়কের মাঝখানে আড়াই মিটার চওড়া দৃষ্টিনন্দন বাগানসহ মিডিয়ান করা হবে। বর্ষা মৌসুমে নাগরিকদের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, অতিরিক্ত ভারি যানবাহন চলাচল এবং জোয়ারের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় এ ভোগান্তির সৃষ্টি হয়েছে। সে কারণে সড়ক আরও উঁচু করা হবে। তিনি নগরীর সৌন্দর্য বর্ধন তথা চট্টগ্রামকে একটি পরিচ্ছন্ন নগরীতে পরিণত করতে নাগরিকদের সহযোগিতা কামনা করেন। এছাড়া তার মেয়াদের মধ্যেই সব অঙ্গীকার বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
×