ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কটিয়াদীতে ৫ বছরেই ধসে পড়েছে সেতু ॥ ভোগান্তি

প্রকাশিত: ০৩:৩৪, ২১ নভেম্বর ২০১৭

কটিয়াদীতে ৫ বছরেই ধসে পড়েছে সেতু ॥ ভোগান্তি

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২০ নবেম্বর ॥ জেলার কটিয়াদী উপজেলার চান্দপুর মানিকখালী পাছপাড়া খালের ওপর নির্মিত সেতুটি ৫ বছরেই ধসে পড়েছে। এতে যাতায়াতে দুর্ভোগে পড়েছেন এলাকার হাজারো মানুষ। এলাকাবাসীর অভিযোগ, সেতু নির্মাণে ভূমি জরিপ, পানি প্রবাহ জরিপ ও মাটি পরীক্ষা না করেই অপরিকল্পিতভাবে এবং নিম্ন মানের সামগ্রী ব্যবহার করায় অল্প সময়ের মধ্যেই সেতুটি ধসে পড়েছে। এছাড়াও সেতুর সঙ্গে পাশের একটি ঘরও ভেঙ্গে পড়েছে। সংশ্লিষ্টরা জানায়, ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়তনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার তত্ত্বাবধানে ৫ বছর আগে সেতুটি নির্মাণ করা হয়। এর প্রাক্কলন ব্যয় ছিল ৩০ লাখ টাকা। নির্মাণের পর এত কম সময়ে সেতুটি ধসে পড়ায় এলাকার মানুষ হতবাক। তাদের অভিযোগ, নির্মাণে ত্রুটি এবং নিম্নমানের মালামাল ব্যবহারের কারণেই বৃষ্টির পানির তোড়ে সেতুটি ধসে পড়েছে। জানা যায়, ২০১২-১৩ অর্থবছরে উপজেলার চান্দপুর মানিকখালী পাছপাড়া খালের উপরে সেতুটি নির্মাণ করা হয়। এতে চান্দপুর পাছপাড়া ও দেবালের কান্দা এবং আশপাশের গ্রামের হাজার হাজার মানুষের উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছিল। কিন্তু সাম্প্রতিক বৃষ্টিপাতের সময় পানির তোড়ে সেতুটি ভেঙ্গে পড়ে। এতে করে ওই দুই গ্রামসহ আশপাশের গ্রামের মানুষ মারাত্মক দুর্র্ভোগের মধ্যে পড়েছেন। গত এক মাস ধরে সেতুটি ধসে পড়ে থাকলেও সংশ্লিষ্টরা সেতু সংস্কারের কোন উদ্যোগ নেয়নি।
×