ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে মাতালের কান্ড

প্রকাশিত: ০৩:৩৩, ২১ নভেম্বর ২০১৭

কক্সবাজারে মাতালের কান্ড

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মদ পান করে মাতলামি ও স্থানীয় দোকানিদের ক্ষতিসাধনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত রামুর খুনিয়াপালং এলাকার আকতার আহমদ নামে এক মদ্যপ ব্যক্তিকে অর্থদন্ড প্রদান করেছে। এতে ক্ষোভে ওই ব্যক্তি এলাকার গণ্যমান্য আট ব্যক্তির নামে মামলা করেছে আদালতে। এ ঘটনায় খুনিয়াপালং এলাকার সর্বস্তরের লোকজন প্রতিবাদমুখর হয়ে উঠেছে। সোমবার এ ব্যাপারে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অভিযোগ দিয়েছেন স্থানীয়রা। জানা যায়, রামুর খুনিয়াপালং মির্জাআলী দোকান এলাকার মৃত জলিল কাদেরের পুত্র আকতার আহমদ মদ পান করে মাতাল অবস্থায় বৃহস্পতিবার স্থানীয় একাধিক দোকানের মাল তছনছ করলে এতে ব্যবসায়ীরা বাধা দেন। ক্ষিপ্ত হয়ে আকতার ও তার স্বজনরা জড়ো হয়ে ওসব দোকানে ভাংচুর চালায়। উপস্থিত লোকজন ওই মদ্যপকে আটক করে ইউপি চেয়ারম্যনকে খবর দেয়। খুনিয়াপালং ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে এসে সরেজমিনে দেখে থানায় খবর পাঠালে রামু থানা পুলিশ উপস্থিত হয়ে আকতারকে আটক করে নিয়ে যায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার দফতরে হাজির করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত গঠন করে মদ্যপ আকতারকে ৩ হাজার টাকা অর্থদন্ড- প্রদান করেন।
×