ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মায়া কাটারা মার্কেটে অবৈধ দখলদারদের সাইনবোর্ড অপসারণে হাইকোর্টের নির্দেশ

প্রকাশিত: ০৭:৫৩, ২০ নভেম্বর ২০১৭

মায়া কাটারা মার্কেটে অবৈধ দখলদারদের সাইনবোর্ড অপসারণে হাইকোর্টের নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর সদরঘাটে মায়া কাটারা মার্কেটে অবৈধ দখলদারদের লাগানো মালিকানার সাইনবোর্ড ১২ ডিসেম্বরের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় টাঙ্গাইল-৩ আসনের এমপি আমানুর রহমান খান রানার জামিন আবেদন খারিজ করে দিয়েছে আদালত। একই সঙ্গে আগামী ছয় মাসের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়েছে। জঙ্গীবাদ ও উগ্রবাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বন্ধ থাকা গুলশান ও ধানম-ির লেকহেড গ্রামার স্কুলের দু’টি শাখা খুলে দেয়ার জন্য হাইকোর্টের আদেশ আগামী ১০ দিনের জন্য স্থগিত করেছে সুপ্রীমকোর্টের আপীল বিভাগ। রবিবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। এমপি রানার জামিন নাকচ ॥ ফারুক হত্যা মামলায় টাঙ্গাইল-৩ আসনের এমপি রানার জামিন আবেদন খারিজ করে দেয় আগামী ছয় মাসের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেই সঙ্গে মামলার প্রতিদিনের শুনানিতে তাকে আদালতে হাজির করতেও কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। রবিবার বিচারপতি বোরহান উদ্দীন ও বিচারপতি আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ জামিন বিষয়ে জারি করা রুল খারিজ করে এই ঘোষণা দেন। লেকহেড স্কুল খুলে দেয়ার নির্দেশ আরও ১০ দিন স্থগিত ॥ জঙ্গীবাদ ও উগ্রবাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বন্ধ থাকা রাজধানীর গুলশান ও ধানম-ির লেকহেড গ্রামার স্কুলের দু’টি শাখা খুলে দেয়ার জন্য হাইকোর্টের দেয়া আদেশ আগামী ১০ দিনের জন্য স্থগিত করেছে সুপ্রীমকোর্টের আপীল বিভাগ। আগামী ১০ দিন স্কুলের কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন আইনজীবীরা। ফলে আপীল বিভাগের চেম্বার জজ আদালতের রায়ই বহাল রইল। এর আগে গত ১৫ নবেম্বর হাইকোর্টের দেয়া আদেশ রবিবার পর্যন্ত স্থগিত করেছিল চেম্বার জজ আদালত।
×