ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংসদে প্রবাসীকল্যাণ মন্ত্রী

বর্তমান সরকারের আমলে প্রতি বছরই জনশক্তি রফতানি বাড়ছে

প্রকাশিত: ০৭:৪৯, ২০ নভেম্বর ২০১৭

বর্তমান সরকারের আমলে প্রতি বছরই জনশক্তি রফতানি বাড়ছে

সংসদ রিপোর্টার ॥ বর্তমান সরকারের আমলে প্রতিবছরই জনশক্তি রফতানি বাড়ছে। বাংলাদেশ থেকে বিশ্বের ১৬৫ দেশে কর্মী প্রেরণ হচ্ছে। ’১৫ সালে এ সংখ্যা ছিল ৫ লাখ ৫৫ হজার। ’১৬ সালে তা ৭ লাখ ৫৭ হাজার হয়েছে। ’১৭ সালের জানুয়ারি হতে অক্টোবর পর্যন্ত মাত্র ১০ মাসেই ৮ লাখ ৩৪ হাজার ৭৭৩ কর্মী বিদেশে গেছে। রবিবার সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে জাপার নুরুল ইসলাম ওমরের প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী এ তথ্য জানান। মন্ত্রীর অনুপস্থিতিতে তার পক্ষে প্রশ্নের উত্তর দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি জানান, প্রধান প্রধান শ্রম বাজারে তথা সৌদি আরব, ওমান, কাতার, বাহরাইন, লেবানন, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, হংকং, দক্ষিণ কোরিয়া, জর্দান প্রভৃতি দেশের সঙ্গে কর্মী প্রেরণের বিষয়ে বাংলাদেশ চুক্তি/সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। সরকারের গৃহীত নানামুখী কূটনৈতিক তৎপরতার ফলে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বিদেশগামী কর্মীর সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। সরকার দলীয় এমপি আলী আজমের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিদেশে নারী শ্রমিকরা নির্যাতনের শিকার হন, এমন ঢালাও অভিযোগ সঠিক নয়। ঢালাওভাবে এমন হলে মা-বোনেরা সেখানে যেত না। কোথাও কোথাও এমনটি হয়ে থাকে। তবে এমন ঘটনার খবর পেলে দূতাবাস তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে থাকে। জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমরের সম্পুরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, শ্রমিক নির্যাতনের ঘটনা শুধু সৌদি আরব নয়, কুয়েত, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে হয়ে থাকে। তবে এমন ঘটনার খবর পেলে দূতাবাসগুলো তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে থাকে। বিদেশে শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার সচেষ্ট রয়েছে বলে তিনি উল্লেখ করেন। পর্যাপ্ত চাল মজুদ আছে- খাদ্যমন্ত্রী ॥ সরকার দলীয় এমপি গাজী ম ম আমজাদ হোসেন মিলনের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম জানান, পিএফডিএস (পাবলিক ফুড ডিপ্রিবিউশন সিস্টেম) খাতের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত চাল মজুদ রয়েছে। বর্তমানে ৪ লাখ ৯ হাজার টন চাল ও ১ লাখ ৬৭ হাজার টন গম মজুদ রয়েছে। প্রতিমাসে গড়ে ১ লাখ টন চাল সরবরাহ করা হয়। সে হিসাবে এ চাল দিয়ে আগামী ৪ মাস পর্যন্ত চাহিদা পূরণ করা যাবে। তিনি আরও জানান, ২০১৭-১৮ অর্থবছরে সরকারীভাবে (জি টু জি ও আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে) ভিয়েতনাম, থাইল্যান্ড, কম্বোডিয়া, মায়ানমার, ভারত হতে চাল আমদানি করা হয়েছে।
×