ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সর্বশেষ শহর রাওয়ার পতন ॥ পুরো ইরাক আইএসমুক্ত

প্রকাশিত: ০৬:১৮, ২০ নভেম্বর ২০১৭

সর্বশেষ শহর রাওয়ার পতন ॥ পুরো ইরাক আইএসমুক্ত

ইরাকী সৈন্যরা দেশটিতে ইসলামিক স্টেট (আইএস) গ্রুপকে তাদের দখলে রাখা সর্বশেষ শহর রাওয়া থেকে বিতাড়িত করার মাত্র একদিন পর দেখা যায় শহরে ‘ইসলামিক স্টেট-ইউফ্রেটিস প্রদেশ’ লেখা পরিত্যক্ত সাইনবোর্ডটি ঢেকে আছে ধুলোবালিতে। এ ব্যানারটি এখন জিহাদী শাসনের বিশাল খিলাফতের কথাই শুধু স্মরণ করিয়ে দেয়। সিরিয়া সংলগ্ন সীমান্তে এ মরুভূমি অঞ্চলে আইএসের কঠোর দাবি ও কঠিন নিয়ন্ত্রণের মধ্যে হামজা মাহমুদ (১৩) নামের এক কিশোরের কেটেছে তিনটি বছর। আইএস ২০১৪ সালে ইউফ্রেটিস নদীর এক বাঁকে অবস্থিত ওর এ নিজ শহরটি দখল করে নেয়ার পর একদিনও স্কুলে যেতে পারেনি সে। সে এএফপিকে বলে, পুরুষদের লম্বা দাড়ি রাখতে হয়েছে এবং গোড়ালির গাঁট পর্যন্ত প্রথাগত জোব্বা গায়ে দিতে হয়েছে নয়তো ২০টি চাবুকের আঘাত সহ্য করতে হয়েছে তাদের। এএফপি
×