ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টানা অষ্টম জয় বেয়ার্নের

প্রকাশিত: ০৬:১৪, ২০ নভেম্বর ২০১৭

টানা অষ্টম জয় বেয়ার্নের

স্পোর্টস রিপোর্টার ॥ খেলোয়াড়ী জীবনে বুন্দেসলিগায় ১৭৪ ম্যাচ জিতেছিলেন উইঙ্গার জাপ হেইঙ্কেস। আর কোচ হিসেবে শনিবার রাতে বুন্দেসলিগায় জিতলেন ৩২৬তম ম্যাচ। সবমিলিয়ে এই লীগে ৫০০ জয়ের সাক্ষী হলেন তিনি। কোচ কিংবা খেলোয়াড় হিসেবে প্রথম ব্যক্তি হিসেবে বুন্দেসলিগায় এই মাইলফলক স্পর্শ করলেন হেইঙ্কেস। তার দল টানা ৫ বারের চ্যাম্পিয়ন বেয়ার্ন মিউনিখ এদিন ৩-০ গোলে হারিয়ে দিয়েছে অগসবার্গকে। এ্যালিয়াঞ্জ এ্যারেনায় হওয়া ম্যাচে পোল্যান্ডের ফরোয়ার্ড রবার্ট লেভানডোস্কি জোড়া গোল করেন। ফলে চলতি লীগে বেয়ার্ন পেয়ে যায় টানা অষ্টম জয়। এ জয়ে এখন পর্যন্ত পয়েন্ট টেবিলে প্রতিপক্ষের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বেয়ার্ন। গত সেপ্টেম্বর মাসের শেষে বেয়ার্ন বরখাস্ত করে কোচ কার্লো আনচেলত্তিকে। এরপর দায়িত্ব নেন ৭২ বছর বয়সী হেইঙ্কেস। তখন থেকেই ফর্মের তুঙ্গে বাভারিয়ানরা। খেলোয়াড়ী জীবনেও তিনি উইঙ্গার হিসেবে খেলেছিলেন বরুশিয়া মনচেনগ্লাডবাখ ও হ্যানোভার ৯৬-এর হয়ে। সে সময় তিনি সবমিলিয়ে জিতেছিলেন ১৭৪ ম্যাচ। কোচ হিসেবেও দারুণ সাফল্য পাচ্ছিলেন একের পর এক। শনিবার শিষ্যদের নিয়ে অগসবার্গের বিরুদ্ধে নামার আগে ৩২৫ জয় ছিনিয়ে আনার রেকর্ড ছিল তার। কোচ ও খেলোয়াড় হিসেবে ৫০০ জয়ের মাইফলক খুব সহজেই ছুঁয়ে ফেললেন এদিন। ঘরের মাঠে অগসবার্গকে ৩-০ গোলে বিধ্বস্ত করল বেয়ার্ন। আরটুরো ভিদাল প্রথমে গোল করে এগিয়ে দিয়েছিলেন বাভারিয়ানদের। পরে জোড়া গোল করে দলকে বড় জয় এনে দেন লেভানডোস্কি। হেইঙ্কেসের চোখে-মুখে সন্তুষ্টির প্রশান্তি। কিন্তু তিনি বিস্মিত হয়েছেন যখন তাকে প্রশ্ন করা হয়েছে ৫০০তম জয়ের মাইলফলক ছোঁয়া নিয়ে।
×