ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কাভানির জোড়া গোলে পিএসজির সহজ জয়

প্রকাশিত: ০৬:১৩, ২০ নভেম্বর ২০১৭

কাভানির জোড়া গোলে পিএসজির সহজ জয়

স্পোর্টস রিপোর্টার ॥ জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। শনিবার নান্টেসের বিপক্ষেও বড় ব্যবধানের জয় পেয়েছে তারা। এডিনসন কাভানির অসাধারণ পারফর্মেন্সের নৈপুণ্যে নিজেদের মাঠে উনাই এমেরির দল এদিন ৪-১ গোলে হারায় নান্টেসকে। ফ্রেঞ্চ লীগ ওয়ানে পিএসজি ছাড়াও এদিন জয়ের দেখা পেয়েছে ডিজন ও স্ট্রাসবার্গ। বর্তমান ফুটবলের সেরা তারকা কে? এমন প্রশ্নের উত্তরে স্বাভাবিকভাবেই উঠে আসবে মেসি-রোনাল্ডো-নেইমারের নাম। সর্বশেষ ফিফার ‘দ্য বেস্ট’ পুরস্কারের মনোনীত সংক্ষিপ্ত তালিকাও বলছে এই কথাটা। তবে মাঠের পারফর্মেন্সে কিন্তু সবাইকে ছাড়িয়ে গেলেন এডিনসন কাভানি। এই মুহূর্তে উরুগুইয়ান স্ট্রাইকার যেন উড়ছেন। গোল করাটাই যেন এখন তার সবচেয়ে সহজ কাজ। শনিবার নান্টেসের বিপক্ষেও দেখা গেল তা। নিজেদের মাঠে ৩৮ ও ৭৯ মিনিটে পিএসজির হয়ে প্রথম এবং শেষ গোলটি করেন কাভানি। মাঝে একটি করে গোল করেন এ্যাঞ্জেল ডি মারিয়া এবং জাভিয়ের পাস্তোরে। ৪২ মিনিটে ডি মারিয়ার গোলেই ২-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা। ৬৫ মিনিটে পাস্তোরে করেন দলের তৃতীয় গোল। নান্টেসের হয়ে সান্ত¡নার একটি গোল করেন নাকৌলমা। দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে করা তার গোল অবশ্য জয় কিংবা ড্রয়ের জন্যও যথেষ্ট ছিল না। ২০১৩ সালে ইতালিয়ান ক্লাব নেপোলি থেকে পিএসজিতে যোগ দেন কাভানি। প্যারিসে এসে প্রথম তিন মৌসুমে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি তিনি। আরও সুস্পষ্ট করে বললে, সেই সময়টাতে বেকহ্যাম-ইব্রাহিমোভিচের ছায়া হয়েছিলেন এই উরুগুইয়ান। তাদের পিএসজি ছাড়ার পর থেকেই লাইম লাইটে কাভানি। গত মৌসুমে লীগেই ৩৫ গোল করেন তিনি। যা প্রথম দুই মৌসুমেরও মোট গোলের বেশি! আর চলতি মৌসুমে ইতোমধ্যেই তার নামের পাশে ১৫ গোল। অথচ লীগে ম্যাচ হয়েছে মাত্র ১৩টি। মালি স্ট্রাইকার সালিফ কেইটার পর কাভানিই প্রথম ফুটবলার হিসেবে ১৩ ম্যাচ থেকে ১৫ গোল করার কৃতিত্ব দেখালেন। সবধরনের প্রতিযোগিতায় ১৬ ম্যাচে কাভানির গোল এখন ১৯। নান্টেসের বিপক্ষে এদিন হ্যাটট্রিকেরও খুব দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলেন কাভানি। কিন্তু হয়ে ওঠেনি তা। তারপরও ম্যাচের শেষে নিজের পারফর্মেন্সের সন্তুষ্টির কথা জানান কাভানি। তবে জাতীয় দলের ব্যস্ত সূচি শেষে পিএসজির হয়ে প্রথম ম্যাচ খেলা নেইমার এদিন ছিলেন নিজের ছায়া। কোন গোলের দেখা পাননি পিএসজির এই ব্রাজিলিয়ান। তবে শেষের আগে দারুণ এক সুযোগ পেয়েছিলেন তিনি। প্রতিপক্ষের গোলরক্ষককে কাটিয়ে আর একটু জোরালো শট করলেই পঞ্চম গোলের দেখা পেয়ে যেত পিএসজি। নান্টেসের বিপক্ষে জয়ের ফলেই দ্বিতীয় স্থানে থাকা মোনাকোর চেয়ে ছয় পয়েন্ট এগিয়ে গেল পিএসজি।
×