ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে শেখ জামাল ধানম-ির সহজ জয়, শেখ জামাল ধানম-ি ৩-০ বিজেএমসি

কোচ রক্সির রঙিন অভিষেকে নায়ক রাফায়েল

প্রকাশিত: ০৬:১২, ২০ নভেম্বর ২০১৭

কোচ রক্সির রঙিন অভিষেকে নায়ক রাফায়েল

জাহিদুল আলম জয় ॥ খেলোয়াড়ী জীবনে ফুটবলার হিসেবে বেশ সফল ছিলেন মাহবুব হোসেন রক্সি। খেলা ছাড়ার পর কোচ হিসেবে আত্মপ্রকাশ করে সেখানেও রেখে চলেছেন প্রত্যয়ের ছাপ। তবে এতদিন তিনি ডাগআউটে ছিলেন তুলনামূলক ছোট দলের। সম্প্রতি অনেকটা আচমকাই কোচের দায়িত্ব পেয়েছেন বড় ক্লাব শেখ জামাল ধানমন্ডির। দায়িত্ব পেয়ে নিজের লক্ষ্যটাও জানিয়ে দিয়েছেন বাংলাদেশ যুব দলের হয়ে দারুণ সময় কাটানো রক্সি। জানিয়েছেন হলুদ জার্সিধারীদের শিরোপা পাইয়ে দেয়াই তার প্রধান কাজ। এ লক্ষ্যে শুরুটাও হয়েছে প্রত্যাশা মতো। পেশাদার লীগে কোচ হিসেবে দায়িত্ব নেয়ার পর রবিবার প্রথমবারের মতো শেখ জামালের ডাগআউটে দাঁড়ান রক্সি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তার অভিষেক ম্যাচেই দারুণ জয় পেয়েছে ধানমন্ডি পাড়ার দলটি। অর্থাৎ শেখ জামাল ৩-০ গোলে হারিয়েছে টিম বিজেএমসিকে। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে জামালের হয়ে দু’টি গোল করেন নাইজিরিয়ান ফরোয়ার্ড রাফায়েল ওদোভিন ওনরিভে। অপর গোলটি করেন আরেক বিদেশী সলোমন কিং। জামালের কোচ হিসেবে তাই রক্সির রঙিন অভিষেক হলেও ম্যাচে নায়ক বনে গেছেন রাফায়েল। এর আগে গত ১৩ অক্টোবর ফরাশগঞ্জের বিরুদ্ধে জামালের পাঁচ গোলের জয়ে একাই চার গোল করেছিলেন রাফায়েল। প্রথম লেগের সেই ফর্ম তিনি ধরে রাখতে পারেননি। যে কারণে এই ম্যাচের আগে তার নামের পাশে ছিল মাত্র ৫ গোল। তবে দ্বিতীয় লেগের এই ম্যাচে আবারও নিজেকে ফিরে পেয়েছেন নাইজিরিয়ান তারকা। ম্যাচে জোড়া গোল করে চলমান লীগে সর্বোচ্চ গোলদাতার তালিকায়ও উঠে গেছেন। ৭টি গোল করে শীর্ষ গোলদাতার তালিকায় এখন যৌথভাবে রাফায়েল, মোহামেডানের নাইজিরিয়ান ফরোয়ার্ড কিংসলে চিগোজে ও চট্টগ্রাম আবাহনীর তৌহিদুল আলম সবুজ। এই জয়ে ১৩ ম্যাচ শেষে ৩০ পয়েন্ট নিয়ে আগের দুই নম্বরেই আছে শেখ জামাল। ১৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে বিজেএমসি। ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে চট্টগ্রাম আবাহনী। দু’দলের প্রথম লেগের ম্যাচেও জিতেছিল জামাল। ৩ আগস্ট ওই লড়াইয়ে বিজয়ী দলের হয়ে জয়সূচক গোল করেছিলেন স্ট্রাইকার মোহাম্মদ নুরুল আবসার। বঙ্গবন্ধু স্টেডিয়ামে নতুন কোচ রক্সির অধীনে ৪-৪-২ ফর্মেশনে খেলতে নামে শেখ জামাল। কিন্তু প্রথমার্থে তাদের খেলা মন ভরাতে পারেনি দর্শকদের। রাফায়েল, সলোমনরা কয়েকবার বিক্ষিপ্ত চেষ্টা করলেও তাতে গোল পায়নি জামাল। তবে বিরতির পর শুরু থেকেই ছন্দময় ফুটবল উপহার দিতে থাকেন নয়া কোচের শিষ্যরা। ফল পেতেও দেরি হয়নি। ম্যাচের ৫৩ মিনিটে দারুণ গোলে এগিয়ে যায় শেখ জামাল। ডানপ্রান্ত থেকে ডিফেন্ডার তারা খানের বাড়ানো বল বিজেএমসির বক্সে নিয়ন্ত্রণে নেন জামালের নাইজিরিয়ান ফরোয়ার্ড রাফায়েল ওদোভিন ওনরিভে। দারুণ দক্ষতায় একজনকে কাটিয়ে দুই ডিফেন্ডার ও গোলরক্ষককে বোকা বানিয়ে লক্ষ্যভেদ করেন রাফায়েল (১-০)। ৬১ মিনিটে আবারও সংঘবদ্ধ আক্রমণে এগিয়ে যায় রক্সির দল। এবারও নায়ক বিদেশী রাফায়েল। ডানপ্রান্ত থেকে গাম্বিয়ান ফরোয়ার্ড সলোমন কিংয়ের ক্রসে পা ছুঁয়ে দৃষ্টিনন্দন গোল করেন তিনি (২-০)। ম্যাচের ৮২ মিনিটে তিন নম্বর গোল করে জামালের জয় অনেকটাই নিশ্চিত করে দেন আরেক বিদেশী সলোমন কিং। পাল্টা আক্রমণে মাঝমাঠে বিজেএমসির একজন খেলোয়াড়ের কাছ থেকে বল কেড়ে নিয়ে এগিয়ে যান সলোমন। এরপর ডি বক্সের বেশ বাইরে থেকে আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে লব করে লক্ষ্যভেদ করেন এই গাম্বিয়ান ফরোয়ার্ড (৩-০)। বাকি সময়ে আরও কয়েকবার সুযোগ পেলেও ব্যবধান বাড়াতে পারেনি জামাল। আচমকা নাইজিরিয়ার জোসেফ আফুসি চলে যাওয়ায় রক্সিকে কোচের দায়িত্ব দিয়েছে শেখ জামাল ধানমন্ডি। আর শুরুর ম্যাচেই তিনি মুন্সিয়ানা দেখিয়েছেন। পেশাদার লীগে কোচ হিসেবে নিজের অভিষেক ম্যাচেই দলকে পাইয়ে দিয়েছেন দারুণ জয়। সঙ্গত কারণেই বেজায় খুশি জামালের নয়া কোচ। ম্যাচশেষে মাঠে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মাহবুব হোসেন রক্সি বলেন, আমি খুব খুশি। এজন্য খেলোয়াড়দের আমি অভিনন্দন ও ধন্যবাদ জানাই। ভাল কিছু করার প্রত্যয়ের কথা জানিয়ে তিনি বলেন, ক্লাব আমার ওপর আস্থা রেখেই দায়িত্ব দিয়েছে। আমি সেটার প্রতিদান দেয়ার চেষ্টা করব। আমরা এখন দ্বিতীয় স্থানে আছি। চট্টগ্রাম আবাহনী দুই পয়েন্ট এগিয়ে আমাদের চেয়ে। সামনের ম্যাচ তাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। লীগের মাঝপথে ফর্মেশনে পরিবর্তন না এনে সাবেক কোচ আফুসির দেখানো পথেই হাঁটতে চান রক্সি। এ প্রসঙ্গে তিনি বলেন, লীগের অর্ধেক পেরিয়ে গেছে। এখন পরিবর্তন করার সুযোগ নেই। যেভাবে আছে সেভাবেই আমরা শিরোপার পথে হাঁটতে চাই।
×